শরীর ও মনকে সুস্থ রাখতে শরীর চর্চার কোন বিকল্প নেই। তাই যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে রাজধানী আগরতলা শহরে খুলছে একের পর এক জিম খানা। এতে নতুন করে এবার যুক্ত হল জিএস ফিটনেস। রাজধানীর আগরতলার আশ্রম চৌমুহনীতে জিএস ফিটনেস নামে একটি অত্যাধুনিক জিমের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুক্রবার সকালে।এদিন এই জিমের উদ্বোধন করেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর সুখময় সাহা, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য প্রমূখ। এই জিম সম্পূর্ণ অত্যাধুনিক ইকুপমেন্ট দিয়ে সুসজ্জিত যাতে করে রাজ্যের বডি বিল্ডার্স এবং ফিটনেস প্রেমিরা উন্নত মানের শরীরচর্চা করতে সক্ষম হবে এবং দেশে বিদেশে রাজ্যের নাম উজ্জ্বল করতে সহায়তা পাবে! এদিন সকালে জিমের উদ্বোধন করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন যুবসমাজ যেভাবে নেশায় আসক্ত হয়ে পড়ছে তার থেকে উত্তরণের একমাত্র পথ হল শরীর চর্চা। যুবকরায় হল আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ যাতে সুন্দর ও মসৃণ হয় তার জন্য সবাইকে শরীরচর্চায় এগিয়ে আসা উচিত। কারণ শরীরচর্চার মাধ্যমেই মন ও শরীরকে সুস্থ রাখা যায়। তাই যুব সমাজকে সুস্থ রাখতে এধরনের উদ্যোগ নিঃসন্দেহভাবেই প্রশংসার দাবি রাখে।