Monday, January 12, 2026
বাড়িখবরখেলাইউবিএসটিকে পরাজিত করে জয় দিয়েই এবারের ফুটবল মরশুম শুরু করল বিবেকানন্দ ক্লাব

ইউবিএসটিকে পরাজিত করে জয় দিয়েই এবারের ফুটবল মরশুম শুরু করল বিবেকানন্দ ক্লাব

শুক্রবার শেষ রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৈলাসহরের বাবুরবাজারে প্রায় ৩৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকার মত হবে বলে জানা যায়। কৈলাশহরের মধ্যে সর্ববৃহৎ বাজার হচ্ছে বাবুরবাজার।আর এই বাজারে অগ্নি কান্ডের ফলে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতংক বিরাজ করছে। গতকাল গভীর রাতে বাবুরবাজারের হাজি আকবর আলীর বাজার শেডে হঠাৎ করে আগুন লেগে যায়। সেই বাজার শেডের প্রায় ৩৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। স্থানীয়রা আগুন দেখে আতকে উঠেন। পরে তারা খবর দেয় কৈলাসহরের অগ্নি নির্বাপক দপ্তরে। তবে যান্ত্রিক ত্রুটির কারনে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিতে কিছু সমস্যা হয়। এরপরেও খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় কৈলাসহর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্বে আনে। পাশাপাশি খবর পাঠানো হয় কৈলাসহরের ইরানি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ইরানি থানার বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে হাত লাগায়। তবে, স্থানীয়দের অভিমত সময় মতো অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসলে এত বড় ক্ষয়ক্ষতি হতো না। তাছাড়া বাবুরবাজারের হাজি আকবর বাজার শেডে ইলেকট্রনিকস আইটেমের দোকান, সরকারি ন্যায্য মূল্যের দোকান এবং বড় বড় গোডাউন ছিলো বলে জানা যায়। অগ্নি কান্ডের ফলে বাজার শেডের কোনো ব্যবসায়ীই কোনো ধরনের জিনিসপত্র উদ্ধার করতে পারেনি। তবে, অগ্নি কান্ডটি ভোর চারটা নাগাদ শুরু হয়েছে বলে প্রতক্ষ্য দর্শীরা জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য