খোয়াই প্রতিনিধি ৬ই জুন…..মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ খোয়াই থানার অন্তর্গত সোনাতলা গ্রামের বাসুদেববাড়ী এলাকাতে পুলিশের নাকা তল্লাশিতে আসাম রাজ্যের AS01AQ7156 নম্বরের একটি হুনডাই কোম্পানির একটি গাড়িতে তল্লাশি চালালে সেই গাড়ি থেকে ৪৮ টি গাজার প্যাকেট উদ্ধার হয়। গাড়ি চালকের নাম আকাশ দেববর্মা বাড়ি মান্দাই এলাকার বাদ্রাখাতে। গাড়ির চালক আকাশ দেববর্মা মান্দাই এলাকা হইতে গাড়িটিকে নিয়ে বিভিন্ন ফাঁড়ি রাস্তা দিয়ে কল্যাণপুরের বড় ময়দান এলাকা হয়ে খোয়াই এর উপর দিয়ে কমলপুরের দিকে যাবার পরিকল্পনা ছিল বলে পুলিশকে জানায় কিন্তু খোয়াই এলাকাতে এসে পুলিশের নাকা তল্লাশিতে আটকে পড়ে সোনাতলা এলাকাতে। গাজা পাচারের জন্য দামি গাড়িটির বিভিন্ন দিকে বক্স বানিয়ে গোপন চেম্বার এর মাধ্যমে গাঁজা পাচার করার উদ্দেশ্যে কমলপুর হয়ে অন্য জায়গায় নিয়ে যাবার পরিকল্পনা ছিল এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খোয়াই থানার ওসি রাজকুমার জমাতিয়া ও পুলিশ আধিকারিক প্রুসূন কান্তি মজুমদার ঘটনাস্থলে গিয়ে পৌঁছেন এবং উনার নেতৃত্বে গাড়িটির বিভিন্ন স্থান থেকে গাজা উদ্ধার করে।



