প্রতিনিধি বক্সনগর:- বিজেপি পার্টি “সাবকা সাথ সবকা বিকাশ” স্লোগানকে সামনে রেখে মন্ত্রে দীক্ষিত হয়ে বক্সনগর বিধানসভা কেন্দ্রের সিপিএমের তাবুর তাবুর বলিষ্ঠ সাংগঠনিক নেতৃত্ব তথা বক্সনগর ব্লকের প্রাক্তন চেয়ারম্যান জেসমিন আক্তারের স্বামী জামাল হোসেন ও বক্সনগর গ্রাম পঞ্চায়েতের দুই বারের প্রধান অহিদুর রহমান এবং সিপিএম যুব সংগঠনের অঞ্চল কমিটির বলিষ্ঠ নেতৃত্ব মোঃ আল আমিন আজ বক্সনগর মন্ডলের দলীয় কার্যালয়ে মাননীয় মন্ডল সভাপতির হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন,উপস্থিত ছিলেন এই বিধানসভার বিজিত প্রার্থী তফাজ্জল হোসেন এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার সহ অন্যান্য নেতৃত্বরা,দলের দায়িত্বশীল নেতৃত্বরা সংগঠন কে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিজেপিতে যোগদান করা নবাগতদের।তাদের বলিষ্ঠ সাংগঠনিক দক্ষতা ও পরামর্শ আগামী দিনে দল আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা রাখেন।



