তল্লাশির নাম করে হোটেল মালিককে পেটালো আমতলী থানার পুলিশ। ঘটনা আগরতলা রেল স্টেশন সংলগ্ন এক হোটেলে। বর্তমানে হোটেল মালিক আগরতলার জিবিপি হাসপাতালে ভর্তি । পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেন হোটেলে গিয়ে তল্লাশি করা সময়ে পুলিশ এমন কিছু বেআইনি জিনিস পাইনি হোটেলের ভেতর কিন্তু তারপরও কিভাবে বেধড়ক ভাবে মারলো হোটেল মালিক কে, যদি অবৈধ কোন কিছু উদ্ধার করতো কিংবা তার নামে যদি কোন প্রকার অভিযোগ থাকতো ও তাকে যদি গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হতো তারপরে বোঝা যেত যে সে দোষী কিন্তু এসবের কোন কিছুই পুলিশের কাছে প্রমাণ ছিল না তার পরেও কেন ওকে বেধড়কভাবে পেটানো হলো অভিযোগ পরিবার-পরিজনদের। আমতলী থানার পুলিশের এ ধরনের কর্মকাণ্ডে ছি ছি রব গোটা এলাকা জুড়ে।



