বাঙালির ১২ মাসে তের পার্বণ যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া । শুধু বাঙালি নয়, গোটা দেশের হিন্দুদের জন্যে এই উৎসব অত্যন্ত শুভ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়। যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সংস্কৃত অনুসারে ‘অক্ষয়’ শব্দের অর্থ হল ‘যার কোনও ক্ষয়’ নেই অর্থাৎ যা কখনোও শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনও কাজ অক্ষয় থাকে। সেই সঙ্গে শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি। অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাজধানী আগরতলা লক্ষী নারায়ণ বাড়ি এবং রামঠাকুর আশ্রমে পুজোর আয়োজন করা হয়।