লোকসভা নির্বাচনে রাজ্যের দুই আসন থেকে বিপুল ভোটে জয়ী করে দুজন সাংসদ মোদীজিকে উপহার দেওয়ার জন্য সক্রিয় ভাবে কাজ করবেন বলে জানান ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য।২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিক ভবনে হয় ভারতীয় জনতা পার্টির থেকে বুথ স্বশক্তিকরণ অভিযান। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, ভারতীয় জনতা পার্টির জাতীয় সম্পাদক তথা রাঁচির মেয়র আশা লাকড়া,কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ সাধারণ সম্পাদক কিশোর বর্মণ, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ অন্যরা। এদিনের কর্মসূচীতে অংশ নেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সুধাংশু দাস সহ বিজেপি দলের বিধায়ক সহ রাজ্যস্তরের নেতৃত্ব। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বলেন, যেসব বুথে দুর্বলতা রয়েছে সেগুলি চিহ্নিত করে পুনর্গঠন করার চেষ্টা করা হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাকে অনেক কিছু দিয়েছেন। লোকসভা নির্বাচনে রাজ্যের ই আসন থেকে বিপুল ভোটে উন সাংসদ মোদীকে উপহার দেওয়া হবে। এজন্য এখন থেকে বুথ শক্তি শালি করে সকলকে কাজ করার বার্তা দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব বাবু।