শুক্রবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে ‘অল ত্রিপুরা এমপ্লয়িজ ফেডারেশন’ এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সচিব শ্যামল সাহা। এদিন তিনি সংবাদ মাধ্যমের সামনে জানান গত ২৬ শে মার্চ শ্যামল সাহা ‘অল ত্রিপুরা এমপ্লয়িজ ফেডারেশন’ পোস্ট অফিস চৌমুহনীর মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন এবং এ বিষয়ে আরো জানাতে গিয়ে তিনি বলেন ১৯৯০ সাল থেকে কর্মচারী সংগঠন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন’ পোস্ট অফিস চৌমুহনীতে একজন সদস্য হিসাবে সংগঠন করার কাজ শুরু করেন। T.GE.F এর অর্থাৎ “ত্রিপুরা সরকারী কর্মচারী ফেডারেশন’ পোস্ট অফিস চৌমুহনীর সংবিধানে লেখা আছে (১১-এর ‘ক’ এবং ‘খ’ ধারায় কোন সদস্য বা অফিস বিয়ারার যদি অবসরে চলে যায়। তাহলে Working কমিটি ৩/৪ মাস রাখা যেতে পারে। তারপর উপদেষ্টা মন্ডলীতে গিয়ে কাজ করতে হবে। সুতরাং শ্রী: দেবনাথ ১০/১২ বৎসর পূর্বে কর্মজীবন শেষ করে অবসরে চলে গেছে। উনাকে আবার T.GE.F পোস্ট অফিস চৌমুহনীর সভাপতির পদে ঘোষণা দেয়। এই বিষয়টি সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। তাই তিনি এই পোদতেগ পত্র দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।