Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যপালিত হল জনজাতিদের প্রধান উৎসব গড়িয়া পূজা

পালিত হল জনজাতিদের প্রধান উৎসব গড়িয়া পূজা

সর্বশক্তিমান বাবা গোরিয়া দেবতার পূজো কঠোর নিয়ম নিষ্ঠা ও সংযমের মধ্য দিয়ে পালিত হয় এই পূজার রীতিনীতি অন্য সকল পূজা থেকে আলাদা বলে দাবি জনজাতি অংশের মানুষের। বাঁশ দিয়ে তৈরি করা হয় এ পূজার স্থান। এমনকি মূর্তিও তৈরি হয় সরু সরু বাঁশ হস্ত তাতে তৈরি কাপড় ও ঝুমের চাল দিয়ে। পূজার পুরোহিতকে বলা হয় চনতাই। সাধারণত প্রতিবছর বৈশাখ মাসের ৭ তারিখ হয় গড়িয়া পূজা। এই পূজায় মোরগ হাঁস পায়রা ও পাঠা বলি দেওয়ার বিধান রয়েছে। আবার গড়িয়া পূজায় প্রয়োজন হয় বাড়িতে তৈরি বিশুদ্ধ মদ ও হাঁস মুরগির ডিম। মানুষের মঙ্গল কামনা করে জমে অধিক ফসল ফলনের প্রার্থনা করা হয় গোরিয়া দেবতার কাছে। গোরিয়া দেবতাকে সন্তুষ্ট করতে যুগ যুগ ধরে আদিবাসীরা এই পুজোর আয়োজন করে আসছেন। আগরতলা বিভিন্ন পাড়ার লোকজন এমনকি ক্লাবের উদ্যোগেও এই গড়িয়া পূজোর আয়োজন করা হয়ে থাকে। প্রত্যেক বারের মতো এবারও অভয়নগর নেতাজী সংঘ ক্লাব গড়িয়া পুজোর আয়োজন করেছে। এই পুজোতে অংশগ্রহণ করেন মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য