পশু পালন দপ্তরের মন্ত্রী আমবাসার উদ্দেশ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন আসাম আগরতলা রোড দিয়ে। মন্ত্রী মুঙ্গিয়াকামি থানাধীন ১৮ মোড়া পাহাড়ের ৪১ মাইল এলাকায় দিয়ে যাওয়ার সময় সন্দেহবশত একটি বোলেরো গাড়ি আটক করে সে গাড়িতে দেখতে পায় ১২ টি গরু এক সঙ্গে নিয়ে যাচ্ছে রাজ্যের এক প্রান থেকে অন্য প্রান্তে। পরবর্তী সময়ে মন্ত্রী কাগজ দেখতে চাই গাড়িতে থাকা ড্রাইভার এর কাছে ড্রাইভার কাগজ দেখালে সেই কাগজে 13 টি গরু নেওয়ার পারমিশন রয়েছে কিন্তু বারটি গরু ছিল গাড়িতে। মন্ত্রী সন্দেহ করছে যে রাস্তা থেকে আরেকটি গরু নিয়ে যাবে পাচার করে এভাবে রাজ্য থেকে গরু পাচার হচ্ছে। এবং পাশাপাশি তিনি একাংশ পুলিশ কর্মী এই গরু পাচার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ তুললেন।