সংবাদে জানা যায়,, নির্বাচন ঘোষণা সাথে সাথে শাসক দল বিজেপি তাদের প্রচারাভিযান তেজী করেছে। প্রতিদিন বিভিন্ন এলাকায় জন সম্পর্ক, সভা সমাবেশের মাধ্যমে ভোট প্রচার জারি রেখেছে । রবিবার ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কল্যাণী রায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাজার জয়নগর তথা পুর পরিষদ এলাকার দশ (১০) নম্বর ওয়ার্ড এলাকায় জনসম্পর্ক অভিযান করে।
জনসম্পর্ক অভিযানে নেমে অভূতপূর্ব সাড়া পান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণী সাহা রায় জানান,, নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের এই অশুভ জুটকে প্রত্যাখ্যান করছে মানুষ, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে সকলে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে রাজ্যের চারিদিকে বিজেপি প্রার্থীদের জয়জয়কার করতে । তিনি জানান প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন ,মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন কারণ বিগত পাঁচটি বছর এই সরকার মানুষের কল্যাণে মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে গেছেন।



