Tuesday, January 28, 2025
বাড়িশ্রেণী বহির্ভূততেলিয়ামুড়া লায়ন্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচি

তেলিয়ামুড়া লায়ন্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচি

গত ৩রা আগস্ট ২০২৪ইং ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া লায়ন্স ক্লাবের পক্ষ থেকে রামচন্দ্রঘাট স্থিত বালক বাবার আশ্রম বাসীদের ব্যবহারের জন্য একটি আলমিরা ও চাল প্রদান করা হয়। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া লায়ন্স ক্লাবের সভাপতি, সম্পাদকসহ ক্লাবের সমস্ত সদস্য-সদস্যারা। এই বিষয়ে বলতে গিয়ে ক্লাবের সদস্য লায়ন দীপংকর রায় জানান গত ২৭শে জুলাই ২০২৪ ইং তেলিয়ামুড়া লায়ন্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। ক্লাবের সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসাবে যথাক্রমে শ্রী দেবাশীষ দাস, শ্রী বিজয় দেব এবং শ্রী বিজয় নারায়ণ দেব শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর ডঃ সুনীল কান্ত ধর মহাশয়। গত জুলাই মাসে বনমহোৎসব উপলক্ষে তেলিয়ামুড়া কৃষি তত্বাবধায়কের অফিস এবং তেলিয়ামুড়া হাসপাতালে মোট ১৭০ টি ফুল, ফল সহ বিভিন্ন মূল্যবান বৃক্ষ রোপন করা হয়। তাছাড়া গত ২৩শে জুলাই ২০২৪ ইং তেলিয়ামুড়া হাসপাতালে একটি সাফাই অভিযান করা হয়। ২৮শে জুলাই ২০২৪ ইং খোয়াইয়ের রামচন্দ্রঘাট স্থিত বালক বাবার আশ্রমের অধীন বালক বাবা বিদ্যামন্দির জুনিয়র বেসিক স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক এবং আশ্রমবাসীদের নিয়ে এক সামার ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত সামার ক্যাম্পে সারাদিন ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূল অঙ্কন, হাতের লেখা, গান, নাচ, কুইজ এবং বিভিন্ন ইনডোর গেমস এর আয়োজন করা হয়। তাছাড়া ছাত্র-ছাত্রীদের মধ্যে খাতা, কলম, আর্টের কালার, জলের বোতল বিতরণ করা হয়। সর্বশেষে মধ্যান্ন ভোজনের মধ্য দিয়ে এই সামার ক্যাম্পের সমাপ্তি করা হয়। এই সামার ক্যাম্পে ৩১৬ জন অংশগ্রহণ করে। এই সামার ক্যাম্পকে ঘিরে ছাত্রছাত্রী, অভিভাবক এবং আশ্রমবাসীদের মধ্যে ব্যপক উৎসাহ পরিলক্ষিত হয়। প্রতিটি অনুষ্ঠানে তেলিয়ামুড়া লায়ন্স ও লিও ক্লাবের সদস্য-সদস্যাদের উপস্থিতি ছিল লক্ষনীয়। তিনি আরো জানান গত ২রা অক্টোবর ২০১৫ ইং তেলিয়ামুড়া লায়ন্স ক্লাবের যাত্রা শুরু হয়। তখন থেকে প্রতি বছরই জনসার্থে বিভিন্ন সামাজিক কর্মকান্ড ক্লাবের পক্ষ থেকে করা হচ্ছে এবং আগামী দিনও তা জারি থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য