আবারো কল্যাণপুর থানা এলাকায় ধর্ষণের ঘটনা! এই ঘটনাকে ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন কল্যানপুর থানার ওসি তাপস মালাকার! কল্যাণপুর থানাধীন পশ্চিম কুঞ্জবন এলাকার জনজাতি নাবালিকার গণধর্ষণের রেশ শেষ না হতেই আবারো ধর্ষনের ঘটনা কল্যাণপুর থানা এলাকায়। আবারো এক জনজাতি যুবতি ধর্ষণের ঘটনা সামনে এলো। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ রবিবার রাতে কোন এক সময় পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই যুবতিকে জোরপূর্বক ঘরে ঢুকে ধর্ষণ করে। যদিও পুলিশ দীর্ঘ ২০ ঘন্টা পর মামলা গ্রহণ করে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত এক যুবককে। ঘটনায় জনমনে বেশ চাঞ্চল্য তৈরি হয়। কিন্তু এই ধর্ষণ মামলার ঘটনাটি কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার ধামাচাপা দিতে চাইছে বলে থানা সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা যায় কল্যাণপুর থানাধীন রামকৃষ্ণপুর এলাকার এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠে যুবক প্রাণেশ দেববর্মা নামে ৩৬ বছর বয়সের এক যুবকের বিরুদ্ধে। ২০ ঘন্টা পর তাকে পুলিশ গ্রেপ্তার করে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার অভিযুক্ত যুবককে খোয়াই আদালতে প্রেরণ করবে কল্যাণপুর থানার পুলিশ। যুবতী অনেকটা মানসিক বিকার গ্রস্ত বলেও জানা যায়। কল্যাণপুর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে। যার মামলা নম্বর 49/2022। ভারতীয় দণ্ডবিধির 457/376(2)(j)(l)/325 ধারায় পুলিশ মামলা রুজু করে। এই নেক্কারজনক ধর্ষণের ঘটনার ব্যাপারে যখন সংবাদ মাধ্যম কল্যাণপুর থানার ওসি তাপস মালাকারের কাছ থেকে জানতে চায় তখন ওসি বাবু এই ঘটনাটিকে সম্পূর্ণ চেপে যাওয়ার চেষ্টা করে। থানা সূত্রের খবর, কোন এক অজ্ঞাত কারণে কল্যাণপুর থানার গুণধর ওসি বাবু এই ধর্ষণের ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যখন কল্যাণপুর থানার গুণধর ওসি বাবু তাপস মালাকার বুঝতে পারেন যে সংবাদ মাধ্যমের চোখ এড়িয়ে এই ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়া সম্পূর্ণই অসম্ভব, তখন সাংবাদিকদের সামনে তিনি এই ধর্ষনের ঘটনার বিষয়ে মুখ খুলেন। এদিনের এই সম্পূর্ণ ঘটনা থেকে স্পষ্ট যে ওসি বাবু এই ধর্ষণের ঘটনাটিকে ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন! এখন এটাই দেখার বিষয় কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার শেষ পর্যন্ত এই ধর্ষণের ঘটনার তদন্ত কতটা এগিয়ে নিয়ে যেতে পারে এবং ধর্ষণের শিকার হওয়া ওই যুবতীকে ন্যায় বিচার পাইয়ে দিতে আদৌ পারে কিনা। এদিকে যেভাবে দিনের পর দিন ধর্ষণের মত ঘটনাগুলো বাড়ছে, এগুলি নিশ্চিতভাবে সভ্য সমাজের জন্য আতঙ্কের।।



