আনন্দঘন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয় শনিবার।শনিবার সকাল ১০ ঘটিকার সময় এই স্বাস্থ্য মেলার সূচনা করা হয়।এই স্বাস্থ্য মেলার সূচনা করেন ত্রিপুরা স্টেট প্রোগ্রাম অফিসার ডক্টর অরূপ রায় বর্মন,বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডঃ শ্যাম দেববর্মা।এর আগেও অনেকবার সুস্থ ত্রিপুরার স্বাস্থ্য ভারত স্লোগানের পথে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরের উদ্যোগে প্রতিটি ব্লকে ব্লকে চলছিল এমন স্বাস্থ্যমেলা।রাজ্যের অন্তিম লগ্নে পর্যন্ত স্বাস্থ্য পরিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন স্বাস্থ্য মেলার আয়োজন।আর এরই অঙ্গ হিসাবে শনিবার সকাল ১০ ঘটিকার সময় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পুনরায় ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এক মেগা স্বাস্থ শিবিরের আয়োজন করা হয়।এটা ছিল একটা স্পেশাল ক্যাম্প।ক্যান্সার সচেতন বৃদ্ধি সম্পর্কে এই স্বাস্থ্য শিবির করা হয়। বিশেষ করে এই স্বাস্থ্য শিবিরের মূল লক্ষ্য ছিল মানুষের মধ্যে ক্যান্সারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই এই ক্যাম্পের মুল লক্ষ্য ছিল। কারণ ত্রিপুরা রাজ্যে প্রচুর পরিমাণে ক্যান্সার রোগী হু হু করে বেড়ে গেছে। আর এই কারণেই বিশেষ করে বক্সনাগরে এমন স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।বিশেষ করে ডায়াবেটিস,হাইবার টেনশন,ব্লাড প্রেসার, রক্তমল,ইত্যাদি স্ক্রিনিং পরীক্ষার সহ বিভিন্ন পরীক্ষা করা হয়।পরে রোগীদের মধ্যে বিভিন্ন রোগের ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।বক্সনগর এই স্বাস্থ্য মেলা শিবিরে বিভিন্ন জায়গা থেকে আসা মোট ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।এই স্বাস্থ্য শিবিরে আটজন চিকিৎসক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এ স্বাস্থ্য শিবির সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকাল ছয়টা পর্যন্ত চলে। রোগীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।আগরতলা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরাও মনে প্রানে রোগীদের চিকিৎসা করেন।খুশি রোগীরা। কারণ বক্সনাগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে কোন বিশেষজ্ঞ চিকিৎসক নেই। একটি সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থাকা সত্ত্বেও কোন বিশেষজ্ঞ ও চিকিৎসক না থাকায় এলাকায় রয়েছে ক্ষোভ। এদিনের স্বাস্থ্য শিবিরের চক্ষু বিশেষজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞরা।পাশাপাশি এদিন নতুন করে আয়ুষ্মান কার্ড করা হয়।বিভিন্ন রক্ত পরীক্ষা করা হয়েছে।সুগার টেস্ট করা হয়,ব্লাড প্রেসার চেক আপ করা হয়,ভিড় ছিল চোখ,কান,গলা বিশেষজ্ঞ ডাক্তারের পাশে।বিনামূল্যে পরিবার পরিকল্পনার পরামর্শ প্রদান করা হয়,আরও বিভিন্ন বিষয় ছিল এই মেলাতে।বক্সনগর স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর শ্যাম দেববর্মা বলেন এক অভিনব উদ্যোগ রাজ্য সরকারের যাতে করে মানুষ পাবে স্বাস্থ্য পরিসেবায়।অনেকেই উপকৃত হবেন এদের এই মেলাতে।মোট ১০ টি সেক্টরের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এই মেলাতে।তিনি বলেন বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে হলে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এবং সচেতন হতে হবে।প্রত্যেক পরিবারকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে হবে।বিশেষ করে বক্সনগর স্বাস্থ্য দপ্তরের অধীনে যারা আশা কর্মী রয়েছেন তাদের তিনি পরামর্শ দেন যাতে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানো হয় যাতে করে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ভাল করে হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখে তাতেই স্বাস্থ্য ভালো থাকবে।এই করুণা মহামারীতে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মীরা তাদের জীবন বাজি রেখে মানুষদেরকে বিভিন্নভাবে স্বাস্থ্য প্রদান করে সুস্থ করে তোলে।এইভাবে সম্পূর্ণ হয় বক্সনগর ব্লকের স্বাস্থ্য মেলাটি।