Thursday, February 6, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআট দফা দাবিতে জুন মাসের ১৩ তারিখ জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান...

আট দফা দাবিতে জুন মাসের ১৩ তারিখ জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান কতটুকু কার্যকর হয়েছে তা খতিয়ে দেখতে সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে দুই জনের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন দক্ষিণ জেলার জেলা শাসক এর সাথে

আট দফা দাবিতে জুন মাসের ১৩ তারিখ বিরোধী দল নেতা তথা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারের নেতৃত্বে ছয় জনের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে জেলা শাসকের নিকট । জনস্বার্থ সম্বলিত আট দফা দাবি কতটুকু কার্যকরী হয়েছে তা দেখতে শুক্রবার সকাল দশটা নাগাদ সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে পক্ষ থেকে দুই জনের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন দক্ষিণ জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ (এ) এর সাথে। প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক প্রভাত চৌধুরী, প্রাক্তন মুখ্য সচেতক তথা সিপিআইএম দক্ষিণ জেলার জেলা কমিটির সম্পাদক বাসূদেব মজুমদার। জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি আটদফা দাবি গুলো নিয়ে আলোচনাক্রমে বলেন দাবিগুলো কতটুকু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু দক্ষিণ জেলার জেলা শাসক জানান উধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছি বলে জানান প্রতিনিধি দলের কাছে। আলোচনা শেষে প্রতিনিধি দলটি জেলা শাসকের কার্যালয় থেকে বের আহূত সাংবাদিক সম্মেলনে যোগ দেন । সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয় শুক্রবার দুপুরে এই সাংবাদিক সম্মেলন আয়োজিত হয় । বিধায়ক প্রভাত চৌধুরী ও সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, গত জুন মাসে আট দফা দাবির সনদ পত্র জেলা শাসকের হাতে তুলে দিয়েছিলাম কিন্তু সেই দাবি গুলো কতটুকু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানার জন্য আজ জেলা শাসকের সাথে সাক্ষাৎ করি। কিন্তু এখনো কোন পদক্ষেপ নেওয়া হয় নি। আবারো আলোচনাক্রমে দ্রুত দাবি গুলো পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানান বলে জানান প্রতিনিধি দলের পক্ষ থেকে সিপিআইএম এর বিধায়ক প্রভাত চৌধুরী। যদি দাবি গুলো গুরুত্ব দিয়ে দেখা না হয় জনগনের সমস্যার মধ্যে পড়ে বেহাল হয়ে উঠবে। দক্ষিণ জেলার মধ্যে সারের সংকট, চাষীরা সারের অভাবে কৃষি কাজ করতে পারছে। দ্রুত সারের ব্যাবস্থা করা যাতে কৃষকরা উৎপাদিত ফসল উৎপাদন করতে পারে।পেট্রোপন্য মুল্য বৃদ্ধির পাশাপাশি বর্ধিত বিদ্যুৎবিল এর প্রভাব পরেছে কৃষিকাজে। ফলে ঠিকভাবে ফসল উৎপাদন করতে পারছে না। নষ্ট হয়ে পড়ে থাকা দ্রুত স্কীম প্রকল্প সারাই করে জলসেচ ব্যাবস্থা। দক্ষিণ জেলার রাস্তা ঘাট করুন অবস্থা। দ্রুত রাস্তাঘাট সারাই করে জনগনের উপযোগী করে তোলার দাবি সহ রেগা প্রকল্প ও সামাজিক ভাতা, বিদ্যাজোতি প্রকল্প নিয়েও বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন বলে জানান প্রতিনিধি দলটি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য