বহু প্রতীক্ষার পর 2 শয্যা বিশিষ্ট শীততাপ নিয়ন্ত্রিত ডাইলোসিস বিভাগ খোলা হল খোয়াই জেলা হাসপাতালে। যদিও এখনও উদ্বোধন হয়নি তবে উদ্বোধনের আগেই খোয়াই জেলা হাসপাতালের ডায়ালাইসিস বিভাগে রোগীদের ভিড় দিন দিন বেড়ে চলেছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হয়নি এরপরও খোয়াই মহকুমা শহ জেলার বিভিন্ন স্থান থেকে রোগীরা আসছেন ডায়ালাইসিসের জন্য। খোয়াই জেলা হাসপাতালের ডাইলোসিস বিভাগটি তেশরা আগস্ট থেকে শুরু হয়। টানা এই 17 দিন ধরে অনেক রোগীরা ডাইলোসিস করিয়েছেন। এই ডাইলোসিস বিভাগে দুটি উন্নত মানের মেশিন রয়েছে, রয়েছেন দুইজন টেকনিশিয়ান নিমাই দাস, ও পুষ্পা দেব। টেকনিশিয়ানরা জানান প্রতিদিন দুজন করে রোগীকে একসাথে ডায়ালাইসিস করানো হয় পাশাপাশি অনেকদিন রোগিদের সংখ্যা বেড়ে যায় তখন তাদেরকে অপেক্ষা করতে হয়। এছাড়া ডায়ালিসিস বিভাগে সবচেয়ে জরুরী বিষয় হচ্ছে বিশুদ্ধ জল জলের জন্য একটি উন্নতমানের ( আরো ) মানে জল পরিশোধিত মেশিন বসানো হয়েছে যা রাজ্যের অন্য কোন ডাইলোসিস বিভাগে এ ধরনের উন্নত মানের মেশিন নেই বলে দাবি করেন টেকনিশিয়ান নিমাই দাস, ডায়ালিসিস করতে প্রচুর জল এর প্রয়োজন পড়ে এই জল সরবরাহ দিচ্ছে আরো থেকে। এছাড়া রোগীদের সাথে কথা বলে জানা যায় খোয়াই জেলা হাসপাতালে ডেলিসিয়াস বিভাগটি চালু হওয়ার কারণে তারা স্বস্তির নিশ্বাস পেয়েছেন। এর আগে তাদেরকে জিবি, আইজিএম, অথবা ধলাই হাসপাতালে গিয়ে ডাইলোসিস করতেন তাতে করে তাদের প্রচুর টাকা পয়সাও খরচ হতো পাশাপাশি শারীরিক যন্ত্রণাতেও ভুগতে হত এই সব দিক দিয়ে ওরা এখন মুক্তি পেয়েছে খোয়াই জেলা হাসপাতালে ডাইলোসিস বিভাগটি চালু হওয়ার কারণে। এর পাশাপাশি ডাইলোসিস করতে গিয়ে সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন বলেও জনাল রোগীরা। তারমধ্যে 2 জন রোগী দেবাসিশ সর্কার দ্বারিকাপুর থেকে অন্যজন সুভাষ মনি দাস খোয়াই জাম্বুরা থাকে এই দুজন রোগী ডাইলোসিস বিভাগটি শুরু হবার দিন থেকেই ডাইলোসিস করে আসছেন বলে জানান এরাই এ বিভাগের প্রথম দুই জন রোগী। এদের অভিজ্ঞতাও ভালো বলে জানান। পাশাপাশি রোগীর আত্মীয়রাও খোয়াই জেলা হাসপাতালের ডাইলোসিস বিভাগটি চালু হওয়ার কারণে খুবই খুশি। কারণ আগের মতন আর দূর-দূরান্তে গিয়ে ডাইলোসিস করাতে হবে না আর টাকা কম খরচ হবে। এর পাশাপাশি খোয়াই জেলা হাসপাতালে ডায়ালিসিস বিভাগ থেকেও ভালো ধরনের পরিষেবা দিচ্ছেন বলে জানান রোগীর আত্মীয়রা ।



