আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে হরিয়ালি সপ্তাহের ২০২২ সালের সেরিমুনিয়াল প্লান্টাটিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সংলগ্ন গামাই বাড়ি নগর বনে শুক্রবার। এদিন বৃক্ষরোপণ এর পাশাপাশি স্মৃতি বনের উদ্বোধন করা হয়।
এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তেলিয়ামুড়া পুর পরিষদের পুর পিতা রূপক সরকারসহ পৌর পিতা মধুসূদন রায়, বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত সূত্রধর, তেলিয়ামুড়া মহকুমার বন আধিকারিক সাবির কান্তি দাস, তেলিয়ামুড়া মহকুমা শাসক মোঃ সাজ্জাদ পি সহ ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস। হরিয়ালি সপ্তাহের উদযাপন উপলক্ষে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সংলগ্ন নগর বন এলাকায় প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা স্মৃতি বনের উদ্বোধন করেন তেলিয়ামুড়া পুর পরিষদের পুর পিতা রূপক সরকার। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এই স্মৃতি বন এলাকায় বনদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করা হয়। এই বৃক্ষরোপনকে কেন্দ্র করে পৌর পিতা আগামী দিনে সকলকে বৃক্ষরোপনে এগিয়ে আসার আহ্বান রাখেন।।



