খুশির বাতাবরণ বিদ্যালয় জুড়ে। এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় তেলিয়ামুড়ার আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়ের সাফল্যে খুশি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক-অভিভাবিকা সহ গোটা তেলিয়ামুড়া বাসী। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় সেরা দশের তালিকায় তেলিয়ামুড়া আনন্দমার্গ ৫ জন ছাত্র-ছাত্রী নিজেদের স্থান দখল করে নিতে সক্ষম হয়, যা তেলিয়ামুড়ার মাধ্যমিকের ফলাফলের ইতিহাসে এই প্রথম। বৃহস্পতিবার সেই পাঁচ কৃতি ছাত্র-ছাত্রী সহ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষায় এ বছরের উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের নিয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের কনফারেন্স হলে। জানা যায়, এ বছর এই বিদ্যালয় থেকে ৬০ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। এরমধ্যে ১০০% পাশ প্রত্যেকেই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে এবং সেরা দশের তালিকায় পাঁচজন নিজেদের জায়গা দখল করে নিয়েছে। এর মধ্যে বিদ্যালয়ের ছাত্রী অনামিকা রায় ৪৯৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান, কৃপেশ কুমার কর্মকার ৪৯০ পেয়ে ষষ্ঠ স্থান, এবং অঙ্কিতা রুদ্র পাল, বিবেক দেব ও সুস্মিতা দেব ৪৮৬ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করে। জানা যায়,, ১৯৮০ সালে তেলিয়ামুড়ার বুকে স্থাপিত হয়েছিল আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়। এরপর ২০১০ সাল থেকে প্রথম এই বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় বসে এবং ১০০% পাশও করে। তারপর থেকে প্রতিবছরই ভালো ফলাফলের নজির রেখেছে এই বিদ্যালয়। প্রতিবছরই এই বিদ্যালয় থেকে সেরা দশের কাছাকাছি পৌঁছালেও কখনো তারা সেরা দশের তালিকায় স্থান করতে পারেনি। কিন্তু এবছর একসঙ্গে পাঁচ পাঁচ জন ছাত্র-ছাত্রী একই বিদ্যালয় থেকে সেরা দশের তালিকায় কৃতিত্ব অর্জন করায় সম্ভবতই সমগ্র বিদ্যালয় চড়ে এক খুশির বাতাবরণ লক্ষ্য করা গেল।
এ বিষয়ে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম ভৌমিক নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন,,, সেরা ৫ ছাত্র-ছাত্রী বিদ্যালয় থেকে ভালো ফলাফলের জন্য তাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনা করেছেন তিনি। এবছর মধ্যশিক্ষা পর্ষদ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় এই বিদ্যালয় থেকে বসা ছাত্র-ছাত্রীদের ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তিনি।



