পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ৩ জনের মারধর সহ লাঠি পেটায় আহত এক মহিলা, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বালুছড়া এলাকায়। আহত মহিলার নাম, জয়ন্তী বিশ্বাস। ঘটনার বিবরণে জানা যায়, জয়ন্তী বিশ্বাস নিজ বাড়িতে কোন বিষয়কে কেন্দ্র করে চড়া সুরে কথাবার্তা বলেন, পরবর্তীতে এই ঘটনা অন্যান্যরা শুনতে পেয়ে নিজ বাড়ি থেকে মহিলা অর্থাৎ জয়ন্তী বিশ্বাসকে তিন জন তথা দীপালি বিশ্বাস, শুটকি বিশ্বাস, কানাই শীল বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে লাঠিপেটা করতে থাকে। এতে আহত হয় জয়ন্তি বিশ্বাস নামে ওই মহিলা। পরে এই ঘটনা প্রত্যক্ষ করে পরিবারের লোকজনরা আহত অবস্থায় পরে থাকা জয়ন্তী বিশ্বাসকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত জয়ন্তি বিশ্বাসকে নিজ বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে এলাকার এক মহিলা সহ দুই পুরুষের মারে আহত জয়ন্তি বিশ্বাস। গোটা এলাকা জুড়ে ছি ছি রব উঠছে। জানা যায় আহত জয়ন্তী বিশ্বাসের ঘটনার বিস্তারিত জানিয়ে বুধবার তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করেন।



