Wednesday, December 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদশুভ দ্বার-উদ্ঘাটন হল তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ নং ওয়ার্ডের অন্তর্গত মধ্য শিবির...

শুভ দ্বার-উদ্ঘাটন হল তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ নং ওয়ার্ডের অন্তর্গত মধ্য শিবির শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের নবনির্মিত পাকা ভবনের

বিধায়ক তহবিল ফান্ড দ্বারা নির্মিত তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ নং ওয়ার্ডের অন্তর্গত মধ্য শিবির শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের নবনির্মিত পাকা ভবনের শুভ দ্বার-উদ্ঘাটন হয় রবিবার রাতে। এদিন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী রায় ফিতা কেটে মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন এবং রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। মুখ্য সচেতক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপকার সরকার, তেলিয়ামুড়া মন্ডলের সভাপতি রঞ্জিত সূত্রধর সহ অন্যান্যরা। ওই এলাকার মানুষজনদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি মন্দির নির্মাণের। এলাকাবাসীদের সেই দাবি পূরণের উদ্দেশ্যে বিধায়ক তহবিল ফান্ড থেকে ৪,৩২,০০০ টাকা খরচ করে এলাকায় একটি মন্দির নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় কিছু মাস পূর্বে। রবিবার সেই মন্দিরের শুভ দ্বারোদঘাটন হয় রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের হাত ধরে। ওই এলাকায় মন্দিরটি নির্মাণ করাতে এলাকার মানুষজনদের মধ্যে ব্যাপক খুশির বাতাবরণ পরিলক্ষিত হয়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য