Wednesday, December 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রচুর পরিমাণে বিলিতি মদ ও গাড়িসহ আটক এক যুবক

প্রচুর পরিমাণে বিলিতি মদ ও গাড়িসহ আটক এক যুবক

অবৈধ ভাবে পাচার করতে গিয়ে প্রচুর পরিমাণে বিলিতি মদ ও গাড়িসহ আটক করা হয় এক যুবককে। ধৃত যুবকের নাম নেকেশ কলই। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন অম্পি চৌহমুনী এলাকায় রবিবার দুপুরে।
জানা যায়, তেলিয়ামুড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসার প্রীতম দত্তের কাছে গোপন খবর আসে, বিলিতি মদের কাউন্টার থেকে অবৈধভাবে এক গাড়িতে বিলিতি মদ বোঝাই করে তেলিয়ামুড়া থেকে তৈদু এলাকায় যাচ্ছে।এ গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসার প্রীতম দত্তের নেতৃত্বে পুলিশ বাহিনী অম্পি চৌহমুনী এলাকায় উৎপেতে বসে থাকে।TR03 L 0467 নম্বরের গাড়িটি পৌঁছা মাত্রই গাড়িটি কে আটক করে গাড়িটির কাগজপত্র দেখাতে বলে। প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারলে পুলিশ অফিসার প্রীতম দত্ত এর নেতৃত্বে পুলিশ গাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিলাতী মদ উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। আটক করা হয়েছে গাড়ির চালক তথা নেকেশ কলই সহ গাড়িটিকে।নেকেশ কলই এর বাড়ি তৈদু থানাধীন এলাকায়।এদিকে পুলিশ একটি মামলা গ্রহণ করে তদন্ত চালিয়ে যাচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য