Wednesday, December 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদটানা বর্ষণে রাস্তা ভেঙে পরিনত হল কাঁটা খালে

টানা বর্ষণে রাস্তা ভেঙে পরিনত হল কাঁটা খালে

গত কয়েক দিনের টানা বর্ষণে রাস্তা ভেঙে কাঁটা খালে পরিণত। এতে জন দুর্ভোগ চরমে। ঘটনা তেলিয়ামুড়া ব্লকের কৃষ্ণহাউকাইপেং পাড়া থেকে তৈদু যাতায়াতের রাস্তা টি। মূলত তৈদু এলাকার মানুষজন এই রাস্তা দিয়ে অতি কম সময়ে বিভিন্ন সামগ্রী বাজারজাত করার জন্য তেলিয়ামুড়া বাজারে নিয়ে আসেন। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টির করণে জলশ্রুতে রাস্তার মাটি ভেঙে পাশের লোঙ্গাতে পরে। ফলে রাস্তাটি কাঁটাখাল বনে যায় মাটি সরে যাওয়াতে।যার কারনে তৈদু এলাকার মানুষ জনরা বিভিন্ন সামগ্রী নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না বলে অভিযোগ। অন্য দিকে তৈদুর মানুষজনরা ১ নং সংথাং ,২নং সংথাং ,৩নং সংথাং , কৃষ্ণহাউ কাইপেং পাড়া , দেবথাং , রাঙামুড়া বাজার হয়ে তেলিয়ামুড়া বাজারে আসতে হতো। কিন্তু বর্তমানে রাস্তাটি খারাপ থাকার কারণে তা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ। বর্তমানে এলাকাবাসীদের দাবী প্রশাসন যাতে অতিদ্রুত রাস্তা টি সংস্কারের উদ্যোগ গ্রহণ করে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য