Tuesday, September 17, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদনয়াদিল্লিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাত

নয়াদিল্লিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাত

মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা ) মানিক সাহা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং’র সাথে সাক্ষাত করেন । কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সাথে আলোচনায় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীকে জানান , বিআরও রাজ্যে থেকে চলে যাওয়ায় আগরতলার কাছে লিচুবাগানে ২৮.৯ একর ও উত্তর ত্রিপুরার পানিসাগরে ২৬.৩২ একর জমি খালি পড়ে আছে । এই দুটো জমি রাজ্য সরকারের কাছে হস্তান্তর করার জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর কাছে অনুরোধ জানান । মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা ) মানিক সাহা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমনের সাথে এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন । সাক্ষাতকারে উভয়ের মধ্যে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় । মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে পরিকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে ১২০০ কোটির নতুন তহবিল , বিশ্বব্যাংক সংযোজিত জনজাতি অধ্যুষিত ব্লকগুলিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিষেবা বিষয়ক প্রকল্পে সহায়তা প্রদানের বিষয়ে আন্তরিক বিবেচনার জন্য অনুরোধ জানান । তাছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর ‘ এলিমেন্ট’- এনহেনসিং ল্যান্ডস্কেপ এন্ড ইকোসিস্টেম ম্যানেজমেন্ট প্রজেন্ট ইন ত্রিপুরা প্রকল্পে ল্যান্ডস্কেপ ও ইকোসিস্টেম ব্যবস্থাপনা উন্নীতকরণের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে । কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কৌশলগত নীতি অনুসারে আঞ্চলিক সহায়তার চিহ্নিত ক্ষেত্রের প্রকল্প সমূহের দ্রুত রূপায়ণের জন্যও সহায়তা চেয়েছেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য