Thursday, January 22, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রজাতন্ত্র দিবস উপলক্ষে খোয়াই শহরের নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করতে পুলিশ ও সীমান্ত...

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে খোয়াই শহরের নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করতে পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর ডগ স্কোয়াড নিয়ে যৌথ অভিযান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২২শে জানুয়ারি….. প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে খোয়াই সহরের নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করতে পুলিশ ও সিমান্ত রক্ষি বাহীনির ডগ স্কোয়াড নিয়ে যৌথ অভিযান চালায় বৃহস্পতিবার রাত আট ঘটিকায়। বৃহস্পতিবার
রাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খোয়াই মহকুমা এলাকাতে ২৩ শে জানুয়ারি ও ২৬শে জানুয়ারি কে সামনে রেখে খোয়াই এর পুলিশ ও সিমান্ত রক্ষি বাহীনির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার রাত আটটার খোয়াইয়ের বিভিন্ন জায়গায় ডগ স্কোয়াড নিয়ে বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি করা হয় ।। প্রথমে এই অভিযানটি সংঘটিত করা হয় খোয়াই নৃপেন চক্রবর্তী এভিনিউ এলাকার রাধানগর বাসষ্ট্যান্ডে এর পর খোয়াই সুভাষ পার্ক বাজারের বিভিন্ন জায়গায় তল্লাশি করা হয়।এই অভিযানে ছিলেন খোয়াই থানায় ওসি কৃষ্ণ ধন সরকার সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার সহ ১০৪ নম্বর ব্যাটেলিয়ানের সিমান্ত রক্ষি বাহীনির জওয়ানরা। এই অভিযানের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হলো আগামীকাল সরস্বতী পুজো এবং আসছে ২৩ ই জানুয়ারি এবং ২৬শে জানুয়ারি এই দিনগুলি সুন্দরভাবে উদযাপন করার লক্ষ্যে খোয়াই শহর এবং খোয়াই মহকুমা এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করতে এই ডগ স্কোয়াড নামানো হয় গোটা খোয়াই জুড়ে। পাশাপাশি এই দিন রাতে বম স্কোয়ার্ডরাও খোয়াই সহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে।এছাড়া বৃহস্পতিবার সারা দিনব্যাপী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খোয়াই এর বিভিন্ন এলাকাতে বেপরোয়া ভাবে যানবাহন চালানোর জন্য বেশ কিছু বাইক এবং লাইসেন্সবিহীন এবং নাম্বারবিহীন বাইক আটক করেছেন পুলিশ। মূলত ও সি কৃষ্ণধন সরকার জানিয়েছেন তেইশে জানুয়ারি এবং ২৬ শে জানুয়ারি ও আগামীকাল সরস্বতী পুজো এই দিনগুলি যাতে সুন্দরভাবে খোইয়ের মানুষ উদযাপন করতে পারে তার জন্য এই অভিযান। এবং আগামী ২৫ শে জানুয়ারিতে ও এই ধরনের অভিযান চলবে বলে জানান খোয়াই থানায় ওসি কৃষ্ণধন সরকার।
‌ ‌‌

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য