Thursday, January 22, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদনগদ অর্থ সহ তীর ও জুয়া খেলার তিন মাস্টার মাইন্ডকে জালে তুলল...

নগদ অর্থ সহ তীর ও জুয়া খেলার তিন মাস্টার মাইন্ডকে জালে তুলল বাইজাল বাড়ি থানার পুলিশ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২২শে জানুয়ারি..…অবশেষে দীর্ঘ অপেক্ষার পর বাইজাল বাড়ি থানার পুলিশ তিন জুয়ারীকে আটক করতে সক্ষম হয়।গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বাইজালবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরার বুদ্ধির কাছে হার মেনে ধরা পড়তে হলো দীর্ঘদিন যাবত ধরে চালিয়ে আসা জুয়া খেলার মাস্টারমাইন্ডদের। বৃহস্পতিবার রাতে বাইজাল বাড়ি থানার সাদা পোশাকের পুলিশ দিয়ে বিভিন্ন জায়গায় উৎপেতে বসিয়ে রাখা হয়। পরবর্তীতে পুলিশ জুমিয়া কলোনি এলাকা থেকে বিবাস দেববর্মা নামে এক ব্যক্তিকে আড়াই হাজার টাকা সমেত জুয়া খেলার সামগ্রী সহ আটক করে। পরবর্তীতে আবার আরেকটি পুলিশের গ্রুপ রতনপুর বাজার থেকে কুমুদ দেববর্মা এবং রমেশ দেববর্মার কাছ থেকে সাড়ে ১৯ হাজার টাকা এবং সাড়ে ১০ হাজার টাকা আটক করতে সক্ষম হয় পুলিশ।এই ধরনের জুয়াড়িদের শায়েস্তা করতে পুলিশের এই ধরনের অভিযান আগামীতেও জারি থাকবে বলে জানিয়েছেন বাইজালবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য