Tuesday, January 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদকোলকাতার শান্তিনিকেতন থেকে আন্তর্জাতিক স্তরে অঙ্কন প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার অর্জন করে খোয়াই...

কোলকাতার শান্তিনিকেতন থেকে আন্তর্জাতিক স্তরে অঙ্কন প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার অর্জন করে খোয়াই এর মুখ উজ্জ্বল করল অজগরটিলার সুষমিতা বর্মন।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৫ই জানুয়ারি…. প্রচলিত একটি প্রবাদ আছে গোবরে পদ্মফুল ফুটে এবং গরিব ঘড়ের সন্তানরাও নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে অসাধ্যকে সাধ্য করে সমাজের মধ্যে এক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তেমনই এক দৃষ্টান্ত স্থাপন করল খোয়াই শ্রীকৃষ্ণ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সুস্মিতা বর্মন। খোয়াই এর অজগড়টিলার শঙ্খ ত্রায়ন আর্ট একাডেমির অংকন স্কুলের শিক্ষকা রুমা সাহা জানান, প্রথমে জেলাভিত্তিক এই অন্কন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এরপর অনলাইনের মাধ্যমে এক এক করে প্রতিটি ধাপে বিজয়ী হয়ে সুস্মিতা। শেষে কলকাতার শান্তিনিকেতনে আন্তর্জাতিক স্তরের অঙ্কন প্রতিযোগিতা ২০২৫ তে পুরস্কার অর্জন করে সাফল্য পায়। মূলত এই প্রতিযোগিতায় পাঞ্জাবির উপর অংকন করে তাক লাগিয়ে দেয় সুস্মিতা বর্মন। তার এই সাফল্যে অঙ্কন শিক্ষিকা সহ পরিবারের লোকজন ও এলাকাবাসী অনেকটাই আপ্লুত। এখানে উল্লেখ করতে হয় সুস্মিতার বাবা নেই। ওর বাবা জগদীশ বর্মন মারা যান গত দুই বছর আগে। সুস্মিতা ছাড়াও ওর একজন বড় বোন রয়েছে। মা শিলা বর্মন খুব কষ্ট করে বাবা মারা যাওয়ার পর খোয়াই সুভাষ পার্কে একটি বেসরকারি দোকানে রান্নার কাজ করে তাদেরকে মানুষ করার জন্য পরিশ্রম করে যাচ্ছে। অন্যদিকে সুস্মিতার বাবা দু বছর আগে মৃত্যু হলেও এখন পর্যন্ত মা শিলা বর্মন এখনো বিধবা ভাতা থেকে বঞ্চিত। খুব কষ্ট করে দুইটি মেয়েকে লালন পালন করছেন শীলা বর্মন। এখানে বলতে হয় এরকম লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জীবন অতিবাহিত হওয়ার পরও এই সংসারের ছোট মেয়ের এত বড় সাফল্যে খুবই খুশি পরিবারের লোকেরা এবং অনেকটাই খুশি শঙ্খ ত্রায়ন আর্ট একাডেমির শিক্ষিকা রুমা সাহা এবং এই অঙ্কন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও এলাকার জনগণ ।এই সাফল্যে আবারো প্রমাণিত হলো সত্যিকারের সংস্কৃতির শহর এই খোয়াই। তবে সুস্মিতার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সবাই। কিন্তু প্রশ্ন থেকে যায় হতদরিদ্র মা শিলা বর্মন সুস্মিতা এবং তার বোনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে জীবনযুদ্ধের লড়াইয়ে কতটুকু নিজেকে ধরে রাখতে পারবে এই ভাবে সংসার প্রতিপালন করতে গিয়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য