বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩রা জানুয়ারি……খোয়াই থানায় উদ্যোগে এবং খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের যৌথ উদ্যোগে শনিবার দুপুরে খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হল মহিলা সংক্রান্ত অপরাধ ও মাদক জাতীয় অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা।এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণা সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস, খোয়াই থানায় ওসি কৃষ্ণধন সরকার, আইনজীবী অভজীৎ ভট্টাচার্যী, কলেজের অধ্যক্ষ খোকন মজুমদার,জেল স্বাস্থ্য আধিকারিক পদ্মরাম দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক সহ কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন । নেশার প্রাদুর্ভাব সমাজের উপর এবং যুবক যুবতীদের উপর কিভাবে পরছে এবং কিভাবে সমাজ নষ্ট হচ্ছে এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে উৎভোধক এবং জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস বলেন এই সর্বনাশা নেশার কবলে পড়ে বর্তমান সময়ে যুবক যুবতীরা তাদের আগামী দিনের সুন্দর ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে। তাতে শুধু নেশা গ্রহন কারিরা নিজের ক্ষতি করছ না, তাদের পাশাপাশি তাদের পরিবার ও সমাজকে ধ্বংস করছে প্রকারান্তরে। এই পথে যাতে ছাত্র ছাত্রীরা না যায় তার জন্য তাদের প্রতি আবেদন জানান বক্তারা।এই যুব সমাজ বা আজকের ছাত্র ছাত্রীরা আগামী দিনে দেশের ভবিষ্যৎ। এবং তারাই পারবে আগামী দিন যুব সমাজকে সঠিক পথ দেখিয়ে সমাজের একজন ভাল মানুষ তৈরি করতে । তাছাড়া সিরিন্জ এর মাধ্যমে নেশা করতে গিয়ে যুবকরা একই সিরিন্জ সবাই ব্যবহার করার ফলে তাদের মধ্যে এইচ আই ভির সংক্রমণ বেরেই চলছে যা আগামী প্রজন্মের জন্য একটি মারাত্বক চেলেন্জ হয়ে দাঁড়িয়েছে।এই ভাবে যদি সংক্রমণ বেরেই চলে তাহলে রাজ্যের পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করবে বলে আশঙ্কা ব্যক্ত করেন। জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস বলেন ২০২৩ ,২০২৪ সালের এর তুলনায় ২০২৫ শে নেশার বার বাড়ন্তকে অনেকটা হাতের মুঠোয় নিয়ে এসেছেন বিশেষ করে খোয়াইতে।এর পর ও পুলিশ তাদের কাজ চালিয়ে যাচ্ছে সমাজ,দেশ ও যুবকদের স্বার্থে। তিনি এও বলেন সবাই মিলে এই নেশার বিরুদ্ধে এক জোট হয়ে লড়াই করলে রাজ্য থেকে নেশাকে মুক্ত করা যাবে বলে তিনি মনে করেন। এরপর কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



