Thursday, December 18, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদজল জীবন মিশন—উন্নয়ন না লুট?

জল জীবন মিশন—উন্নয়ন না লুট?

কেন্দ্রীয় সরকারের স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন ঊনকোটি জেলার পাহাড়ি এলাকায় এসে বাস্তবে ব্যর্থতার ছবি তুলে ধরছে। কাগজে-কলমে কোটি কোটি টাকার উন্নয়নের ঢাকঢোল বাজলেও বাস্তবে আজও প্রায় ৭০টি পরিবারের তিন শতাধিক মানুষ নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত।

ঊনকোটি এডিসি ভিলেজের ২ নম্বর ওয়ার্ড—শিববাড়ি ও বড় শিববাড়িতে গেলে দেখা যায় জল সংগ্রহের জন্য পাহাড়বাসীর নিত্যদিনের সংগ্রাম। নিয়মিত জল সরবরাহের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তা অনিয়মিত ও অপর্যাপ্ত। অনেক সময় দিনের পর দিন জল আসে না। ফলে শিশু ও মহিলাদের ঝুঁকি নিয়ে পাহাড় বেয়ে নিচে নেমে প্রায় শুকিয়ে যাওয়া ছড়া থেকে জল সংগ্রহ করতে হয়।সবচেয়ে উদ্বেগজনক বিষয়, নুনছড়া এলাকায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে গেছে। স্থানীয়দের দাবি, ওই প্ল্যান্ট থেকে একদিনের জন্যও তাদের এলাকায় জল পৌঁছায়নি।

এই পরিস্থিতিতে পাহাড়বাসীর প্রশ্ন—জল জীবন মিশনের বিপুল অর্থ কি শুধুই কাগুজে উন্নয়ন আর লুটের খাতায় সীমাবদ্ধ, নাকি সরকারের সত্যিই দায় আছে পাহাড়ের মানুষের জীবন ও মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার?

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য