বক্সনগর প্রতিনিধি :- বক্সনগর ব্লক থেকে অফিসে ফেরার পথে, নিজো স্কুটিতে মেইন রোডের ডিভেন্ডারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় শিকার হন বক্সনগর ভেটেনারি কর্মী দেবাশীষ সরকার। ঘটনাটি ঘটে গতকাল দুপুর ১ টা ৩০ মিনিটের সময় বক্সনগর টাউন হল সংলগ্ন রাস্তার ডিভাইন্ডারের সঙ্গে। সঙ্গে সঙ্গে উনাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। মাথা এবং মুখে রক্ত ক্ষরণ দেখে ডাক্তার বাবু তৎক্ষণাত স্যালাইন ইনজেকশন দিয়ে চেষ্টা করেন বাঁচাবার জন্য। কিন্তু পরিস্থিতি ভয়াবহ রোগীর অবস্থা বেগতিক দেখে আগরতলা হাঁফানিয়া হাসপাতালে রেফার করেন। হাঁপানিয়া হসপিটালের ডাক্তারবাবুরা পরীক্ষা-নিরীক্ষা করে বলেন উনি ইহ লোকের, মায়া ত্যাগ করিয়া, পরলোকে চলে গেলেন, অর্থাৎ উনার মৃত্যু হয়েছে। বক্সনগর রতনতলা গ্রামের সাধারণ মানুষেরা দেবাশীষ সরকারের মৃত্যুর খবর পেয়ে, স্তম্ভিত এবং শোকে কাতর, বক্সনগর কর্মচারী মহল এবং এ আর ডি ডি র কর্মীদের মধ্যে নেমে এলো শোকের ছায়া। তিনি এ আর ডি ডি কর্মী হিসেবে ১৯৯৬ সালে যোগ দিয়েছিলেন সরকারি চাকরিতে। তিনি ছিলেন একজন আদর্শবান সৎ নীতিবাদী কর্মচারী। উনার কর্মজীবনে দায়িত্ব এবং কর্তব্যের কোনরকম গাফিলতি ছিল না, গ্রামগঞ্জের পাড়ায় পাড়ায় পশু চিকিৎসায় ওনার বেশ সুনাম রয়েছে দক্ষ এবং অভিজ্ঞ চিকিৎসক ছিলেন। তাঁর মৃত্যুতে বক্সনগর বাসী হারালো একজন অভিজ্ঞ পশু চিকিৎসকে।তিনি পড়ো উপকারী এবং সামাজিক লোক হিসেবেও বক্সনগরে সুনাম রয়েছে। উনার কর্মজীবন আরো চোদ্দ মাস বাকি ছিল। তিনি ছিলেন পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী অনুকুল ঠাকুরের রাতুল চরণে আশ্রিত স্বাস্তিনী সদাচার শিষ্য। গুরু ভাই,গুরু বোনেরা উনার প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান আত্মার সদগতি কামনা করেন । মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী পুত্র কন্যা আত্মীয় পরিজন বন্ধুবান্ধব। পরিবারের একমাত্র উপার্জনের ভরসায় ছিল দেবাশিস বাবু, মধ্যবিত্ত পরিবার ছেলে বেকার, রেডিউলজি নিয়ে পড়াশোনা করেছে। আজ দুপুর ২ তা ৩০ মিনিটের সময় উনার লাশ নিয়ে রতন দোলার বাড়িতে, পৌছতেই,পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কর্মচারী, সকলেই কান্নায় ভেঙে পড়েন, উনার মৃত্যু যেন বক্সনগরবাসী শোকাহত। বিকাল সাড়ে তিনটায় বক্সনগর মহাশ্মশানে সৎকারের র কাজ সম্পন্ন করা হয়। এ আর ডি ডি এর মাননীয় মন্ত্রী বাহাদুরের নিকট গোটা বক্সনগর বাসীর পক্ষ থেকে বিনীত আবেদন, দেবাশীষ সরকারের পরিবারে যেন সরকারি চাকরি দেওয়া ব্যবস্থা হয়।



