Friday, December 12, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসাত জেলায় সমগ্র শিক্ষার শিক্ষক–শিক্ষিকাদের বেতন প্রদান, সিপাহীজলা ব্যতিক্রম*

সাত জেলায় সমগ্র শিক্ষার শিক্ষক–শিক্ষিকাদের বেতন প্রদান, সিপাহীজলা ব্যতিক্রম*

রাজ্যের সাতটি জেলায় সমগ্র শিক্ষার অন্তর্গত শিক্ষক–শিক্ষিকাদের বেতন ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। তবে একমাত্র ব্যতিক্রম সিপাহীজলা জেলা। অভিযোগ, ডিসেম্বর মাসেও সিপাহীজলা জেলার সমগ্র শিক্ষার আওতাভুক্ত বহু শিক্ষক–শিক্ষিকার বেতন বকেয়া রয়েছে।

এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে সোমবার সকাল প্রায় ১১টা থেকে শিক্ষক–শিক্ষিকার একাংশ সিপাহীজলা জেলা শিক্ষা দপ্তরের জয়েন্ট ডিরেক্টর কণিকা দেববর্মাকে ঘেরাও করেন। দ্রুত বেতন মেটানোর দাবি জানিয়ে তারা জানান—যত দ্রুত সম্ভব বকেয়া বেতন প্রদান করতে হবে।

ঘটনার জেরে দপ্তরে কিছুক্ষণ উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। দপ্তরের পক্ষ থেকে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।৫১৩ জন শিক্ষকের বেতনের ১ কোটি ৬০ লক্ষ টাকা নেই শিক্ষা দফতরের হাতে ! সিপাহিজলা জেলার শিক্ষা আধিকারিককে ঘেরাও করার পর এমনটাই জানান বেতন আটকে থাকা সমগ্রশিক্ষার শিক্ষক-শিক্ষিকারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য