বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৪ঠা ডিসেম্বর..….বৃহস্পতিবার বিকালে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী সহ দুই রাঘব বোয়াল কে খোয়াই উত্তর দুর্গানগর সীমান্তবর্তী এলাকা থেকে আটক করল সাদা পোশাকের পুলিশ এবং বি এস এফ এর যৌথ অভিযানে। জানা যায় একটি নাম্বার বিহীন নতুন স্কুটি থেকে প্রচুর পরিমাণ অবৈধ ইয়াবা এবং নেশার বিভিন্ন সামগ্রী পাচার করছিল। তার মধ্যে নেশা কারবারীদের মাস্টার মাইন রাহুল মিয়া ২৮ ও সবুজ মিয়া ৩১ অবশেষে পুলিশের জালে ধরা পরল। এই রাহুল মিয়া খোয়াই মহকুমা শহর সহ অন্যান্য এলাকাতে সমস্ত ধরনের নেশার সামগ্রী পাচার করত বলে অভিযোগ রয়েছে পুলিশের কাছে। বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ উত্তর দুর্গানগর সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে আটক করে। এরপর তাদেরকে উত্তর দুর্গানগর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য। এরা হল খোয়াই উত্তর দুর্গনগর এলাকার বাসিন্দা রাহুল মিয়া ২৮ এবং সবুজ মিয়া ৩১ নামে দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট আটক করে পুলিশ। পরবর্তীতে সন্ধ্যার সময় তাদের নিয়ে আসা হয় খোয়াই থানায়। এই নেশা সামগ্রী গুলি পুলিশ বাজেয়াপ্ত করেন। রাহুল মিয়া এবং সবুজ মিয়া খোয়াইয়ের অবৈধ নেশা সাম্রাজ্যের একেবারে সামনে সারির কারবারি। এই দুই অবৈধ নেশা কারবারি এই নেশার সাম্রাজ্য পরিচালনা করতে খোয়াইয়ের গুটিকয়েক বুদ্ধিজীবীর সঙ্গে বাড়তি ভালোবাসা প্রদানের মাধ্যমে অল্প কিছুদিনের মধ্যেই আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হয়েছে। তবে সূত্র মারফত জানা যায় পুলিশ এই দুই নেশা কারবারীর গতিবিধির উপর দীর্ঘদিন ধরে নজর রাখছিল। শেষে বৃহস্পতিবার প্রচুর পরিমাণ অবৈধ নেশা সামগ্রী সহ তাদেরকে আটক করতে সক্ষম হয়। সবুজ মিয়া এবং রাহুল মিয়া শুধুমাত্র নেশা সামগ্রী নয় বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বলে বুদ্ধিজীবী মহলের বক্তব্য। জানা যায় আটককৃত অবৈধ নেশা সামগ্রীর কালোবাজারি মূল্য প্রায় ৩০ লক্ষ টাকার উপর। যদিও খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান এই দুই নেশা কারবারীদের বিরুদ্ধে এন ডি পিএস ধারায় মামলা গ্রহণ করেছেন। তবে খোয়াইয়ের শুভ বুদ্ধি সম্পন্ন মহলের বক্তব্য এই সমস্ত অবৈধ নেশা কারবারের মাস্টার মাইন দের পুলিশ যথাযোগ্য ধারা যুক্ত করে আইনের কঠোর থেকে কঠোর তম সাজার ব্যবস্থা করুক। এই সমস্ত নেশা কারবারীদের কারণে যুবসমাজ তথা খোয়াইয়ের সংস্কৃতির শহরের তকমা হারিয়ে যেতে বসেছে। তাই যুব সমাজকে রক্ষা করতে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করুক ওটাই চাইছে খোয়াই এর বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সমস্ত খোয়াই বাসি।



