Tuesday, December 2, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদশিল্প তীর্থ আয়োজিত নব উন্মেষ তিন নাট্য প্রতিযোগিতায় খোয়াই এর নাট্য সংসদ...

শিল্প তীর্থ আয়োজিত নব উন্মেষ তিন নাট্য প্রতিযোগিতায় খোয়াই এর নাট্য সংসদ দ্বিতীয় শ্রেষ্ঠ প্রযোজনা সহ আরো সাতটি বিভিন্ন পুরস্কার ভূষিত হয়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২রা ডিসেম্বর….. সাংস্কৃতিক শহর হিসেবে আজ ও খোয়াই শহরকে রাজ্যের মানুষ এক নামে চিনে। কেন চিনে এর পেছনে রয়েছে একটি বিশাল কারণ। খোয়াই শহরের নামটি রাজ্য ছাড়াও সারা ভারতবর্ষের মধ্যে সুনামের সাথে ছড়িয়ে রয়েছে । শুধু তাই না খোয়াই শহরটি সংস্কৃতিক জগতের পিঠস্থান হিসেবে আজও পরি গণিত হয় সুনামের সাথে। ৭০ দশক থেকে নাট্যচর্চা ও বিভিন্ন ধরনের শিল্প চর্চা চলে আসছে এই খোয়াই শহরে। তার মধ্যে সবথেকে বেশি নাম করেছে নাট্য জগতে খোয়াই এর নাট্য সংসদ। আর সেই উজ্জ্বল নামের ধারাবাহিকতাকে আজও বজায় রেখেছে প্রখ্যাত খোয়াই এর নাট্য সংস্থা “নাট্য সংসদ”। আর এই নাট্য আন্দোলনের জগতে আরেক পালক যোগ করল খোয়াই এর নাট্য সংসদ। গত কিছুদিন আগে শিল্প তীর্থ আগরতলা আয়োজিত নব উন্মেষ ৩ নাট্য উৎসবে বাংলা নাটক প্রতিযোগিতায় খোয়াই এর প্রখ্যাত নাট্য সংস্থা তথা নাট্য সংসদ নাটক প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের সাতটি পুরস্কার সহ দ্বিতীয় স্থান অধিকার করে ।যা খোয়াই শহরের সাংস্কৃতিক জগতের মানকে আরো উচুস্তরে নিয়ে গেল। এই বিষয়ে খোয়াই নাট্য সংসদের সম্পাদক সৌরজিৎ গোপ জানান খোয়াই নাট্য সংসদের প্রতিষ্ঠাতা তথা প্রখ্যাত নাট্যকার ও নির্দেশক প্রয়াত হীরেন্দ্র সিনহার লেখা কালজয়ী নাটক জীবন যেখানে উপস্থাপন করে ওই নাট্য উৎসবে।এই নাটকটি নির্দেশনা করেন নাট্য সংস্থার বরিষ্ঠ অভিনেতা শ্রী অভীক প্রসাদ চক্রবর্তী। শিল্প তীর্থ আগরতলা আয়োজিত নব উন্মেষ তিন নাট্য উৎসবে বাংলা নাটক প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতায় খোয়াই থেকে নাট্য সংসদ অংশগ্রহণ করে এবং ব্যাপক সাফল্য পায়। পাশাপাশি জীবন যখনই নাটক মঞ্চস্থ করে এই নাটকের অনেক কুশিলাবরা অনেকগুলি পুরস্কার পায়। তার মধ্যে রয়েছে দ্বিতীয় শ্রেষ্ঠ প্রযোজনা, দ্বিতীয় শ্রেষ্ঠ নির্দেশনা, শ্রেষ্ঠ মঞ্চ সজ্জা, শ্রেষ্ঠ আবহাওয়া সঙ্গীত, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ পান্ডুলিপি, শ্রেষ্ঠ আলোক প্রেক্ষাপন সহ এই ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে সাতটি পুরস্কার পায়। পাশাপাশি প্রাইজমানি হিসেবে ৮ হাজার টাকা ও পুরস্কার তুলে আনে খোয়াইয়ের নাট্য সংসদ বলে জানান সংস্থার সম্পাদক সৌরজিত গোপ। নাট্য সংসদের এই সাফল্যে ব্যাপক খুশি সাংস্কৃতিক শহর খোয়াইয়ের জনগণ। পাশাপাশি নাট্য সংসদের এই সাফল্যের জন্য এই সংস্থার সমস্ত কুশীলবদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য