বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১লা ডিসেম্বর.…..সোমবার দুপুরে খোয়াই পদ্মবিল ব্লকের অন্তর্গত তুইহাচিং এডিসি ভিলেজ এলাকার রাস্তা তৈরির কাজ পরিদর্শন করেন পূর্ত দপ্তরের আধিকারিক সহ পদ্মবিল ব্লকের এক প্রতিনিধি দল। খোয়াই মহকুমার পদ্মবিল আর ডি ব্লক অন্তর্গত তুইহাঁচিং এ ডি সি ভিলেজের তুলাবাড়ি গ্রামে বিগত বহু বছর ধরে এই গ্রামের সাথে অন্যান্য গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল। বহু বছর ধরে গ্রামের একটি ভালো রাস্তাও ছিল না। গ্রামের যাওয়ার একমাত্র রাস্তাটি ছিল কাঁচা রাস্তা। এ নিয়ে পদ্মবিল ব্লকের উদ্যোগে মহকুমা শাসক এবং জেলাশাসকের সাথে বেশ কয়েকবার বৈঠক হয় যাতে ওই এলাকার রাস্তাঘাট অতিসত্বর তৈরি করা দেওয়া হয় । অবশেষ তুলা বাড়ি এলাকার রাস্তা তৈরীর কাজ শুরু হয়। ওই এলাকাবাসীর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষ খোয়াই পূর্ত দপ্তর ও পদ্মবিল ব্লকের যৌথ উদ্যোগ নতুন ঝকঝকে চকচকে পীচের সড়ক নির্মাণের কাজ চলছে। স্থানীয় মানুষের জোর দাবী ছিল কাঁচা রাস্তাকে কালো পীচের সড়কে মুড়ে দেওয়ার।কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এতদিন বন্ধ পড়ে থাকা কাজটি হয়নি।মানুষের দীর্ঘ লালিত স্বপ্ন বাস্তবের মুখ দেখতে পায়নি এতদিন।অবশেষে তুলাবাড়ি গ্রামের মানুষের স্বপ্ন আজ যেন বাস্তবের মাটি স্পর্শ করলো। সড়ক নির্মাণকাজও দ্রুত গতিতে চলছে ব্লক এবং পূর্ত দপ্তরের উদ্যোগে।তাই এই রাস্তার নির্মাণের কাজ ও গুণগত মান বজায় রেখে হচ্ছে কিনা তাছাড়া রাস্তা ঠিকঠাক ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে এই রাস্তাটি পরিদর্শন করলেন এক প্রতিনিধি দল সোমবার দুপুরে। তাছাড়া এই দিন দক্ষিণ রামচন্দ্রঘাট এ ডি সি ভিলেজের একটি রাস্তা ভেঙ্গে যায়।রাস্তা দুই সাইড ভাঙ্গন রোধ করার জন্য পাকা ওয়াল তৈরি করা হচ্ছে। এই পাকা সাইড ওয়াল নির্মাণের কাজ এই প্রতিনিধির দল পরিদর্শন করেন। এই দিনের এই প্রতিনিধি দলে উপস্থিতি ছিলেন খোয়াই পদ্মবিল আর ডি ব্লকের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা, ব্লকের ভাইস চেয়ারম্যান, পদ্মবিল ব্লকের ভিডিও অমিত জমাতিয়া , খোয়াই আর ডি এসডিও মহেশ্বর দেববর্মা আর ডি দপ্তরের বাস্তুকার দেবাশীষ দেববর্মা সহ অন্যান্য প্রতিনিধিরা। এত বছর পর পদ্মবিল ব্লকের অন্তর্গত তুই হাচিং এডিসি ভিলেজের তুলাবাড়ি গ্রামের জনগণ ব্যাপক খুশি। কারণ দীর্ঘ প্রতীক্ষার পর তারা পাকা সড়ক পেতে চলেছে। যার ফলে তারা অতি সহজে খোয়াই শহর সহ ওই এলাকা থেকে বিভিন্ন দিকে যাওয়ার রাস্তার এবং গ্রামে যাওয়ার বিভিন্ন রাস্তাগুলোর সাথে সহজে যোগাযোগ করতে পারবে। এই ব্যবস্থা যা আগে ছিল না । যার ফলে ওই এলাকাতে যানবাহন একেবারেই চলতনা বলে বলা যায়। সাধারণ একটি বাইক নিয়ে ওই এলাকাতে যেতে ব্যাপক ব্যাগ পেতে হতো সাধারণ বাইক চালকদের, সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য যানবাহন চলাচল করাতো ছিল তাদের কাছে স্বপ্নের মত। যাক অবশেষে তাদের স্বপ্নপূরণ হতে চলেছে তাতেই তারা ব্যাপক খুশি বলে জানান এলাকার গ্রামবাসীরা। পাশাপাশি খোয়াই পূর্ত দপ্তর এবং পদ্মবিল ব্লকের আধিকারিকরা সরজমিনে এসে এই তদারকি করার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তুলাবাড়ি এলাকার জনগণ।



