Wednesday, December 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদত্রিপুরা থেকে বহিঃরাজ্যে পাচারের সময় দুই কোটি টাকার শুঁকনো গাঁজা আটক অসম...

ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে পাচারের সময় দুই কোটি টাকার শুঁকনো গাঁজা আটক অসম পুলিশের হাতে। ধৃত লরিচালক।


ফের ত্রিপুরা থেকে অসমে গাঁজা পাচারকালে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের হাতে ধরা পড়লো গাঁজা সমেত লরি চালক। এবার একেবারে সাদামাটা পদ্ধতি অবলম্বন করে ত্রিপুরা পুলিশের চোঁখে ধুলো দিলেও অসম পুলিশের হাত থেকে রেহাই পায়নি নেশা পাচারকারীরা।


এদিকে ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার সকাল দশটা নাগাদ ত্রিপুরার পশ্চিম জেলার জিরানিয়া থেকে NL06A-7358 নম্বরের বারো চাকার খালি লরি ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম চুরাইবাড়ি পুলিশের নাকা গেটে প্রবেশ করে। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা রুটিন তল্লাশির সময় খালি লরির কোথাও কিছু না পেয়ে পরে গাড়ির বাহিরের বডিতে তল্লাশি করতেই নজরে পড়ে বিপুল পরিমাণ গাঁজা গুলো। গাড়ির দুপাশে সাজানো ছিলো ৬৮ পেকেট শুকনো গাঁজা,যার পরিমাণ তিনশো সত্তর কেজি। এদিকে জব্দকৃত গাঁজা গুলির কালোবাজারি মূল্য প্রায় দু কোটি টাকার অধিক বলে জানান সমজেলা পুলিশ অধিকক্ষ অনির্বাণ শর্মা। সঙ্গে আটক করা হয় লরি চালক রাকেশ চক্রবর্তীকে। ধৃত চালকের বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার খামারবাড়ি এলাকায়। সে নিজের অপকর্মের কথা স্বীকার করে জানায় ত্রিশ হাজার টাকার বিনিময়ে গাঁজা গুলি জিরানিয়া থেকে লুং শিলং নিয়ে যাচ্ছে। সে আরো জানায় এর পূর্বেও এভাবে ত্রিপুরা থেকে গাঁজা বহিঃরাজ্যে পাচার করেছিল। পুলিশ ধৃত চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনের সুনির্দিষ্ট ধারায় মামলার রুজু করে তদন্ত অব্যাহত রাখবে বলে জানান শ্রী শর্মা।


অপরদিকে, ত্রিপুরা পুলিশের নেশা বিরোধী অভিযান যে বারবার ব্যর্থ হচ্ছে তার আরও একটি জলজ্যান্ত উদাহরণ এই ঘটনা। জাতীয় সড়কের উপর অনেকগুলি থানা পেরিয়ে সফলভাবে ত্রিপুরা থেকে বেরিয়ে যাচ্ছিল এই গাঁজা বোঝাই লরিটি। এতে বলা যেতেই পারে ত্রিপুরা পুলিশের নিষ্ক্রিয়তা ফের আরো একবার বেরিয়ে এলো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য