বরিবার,৩০ নভেম্বর, সকাল ০৭ টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা ১৫মিনিট পর্যন্ত সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর ঘাটি ঘর দুলুঙ্গা এরিয়া থেকে মোট ৩৪ টি গাঁজা বাগান ধ্বংস করা হয়, যেখানে গাজার গাছের পরিমাণ হবে প্রায় ৪ লক্ষ এবং প্রায় ৫৫ একর জমির উপর ছিল, যা বন দপ্তরের।
এই অভিযানে অংশগ্রহণ করে সোনামুড়া থানা, ৮১ নম্বর ব্যাটেলিয়ানের বি এস এফ, ৪৯ বি এন বি এস এফ এবং সোনামুড়া ফরেস্ট ডিভিশন এবং ৫ম বি এন টি এস আর, ১৪ বি এন টি এস আর মহিলা, ১১বি এন টি এস আর, ৭ম বি এন টি এস আর, ৫ম বি এন টি এস আর ও পুলিশ এবং বি এস এফ এর সিস্টার ইউনিট।



