Wednesday, December 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদলালসিংমুড়া ডা: বি আর আম্বেদকর তিনদিন ব্যাপী শিশু উৎসব

লালসিংমুড়া ডা: বি আর আম্বেদকর তিনদিন ব্যাপী শিশু উৎসব

বিশালগড় প্রতিনিধি,৩০শে নভেম্বর। সিপাহীজলা জেলার অন্তগর্ত লালসিংমুড়া ডা: বি আর আম্বেদকর শিশু নিকেতন বিদ্যালয়ের উদ্যোগে তিনদিনব্যাপী শিশু উৎসব সূচনা হয়।তিনদিনব্যাপী শিশু নিকেতন উৎসবের সূচনা করেন বিশালগড় বিধানসভার বিজেপি বিধায়ক তথা এিপুরা প্রদেশ বিজেপি যুবমোর্চার সভাপতি সুশান্ত দেব।তিনদিন চলমান শিশু নিকেতন উৎসবে উপস্থিত ছিলেন বিশালগড় বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত দেব, বিশিষ্ট সমাজসেবী তাপস দাস,লালসিংমুড়া গ্রামপঞ্চায়েতের রত্না শীলসহ লালসিংমুড়া ডা: বি আর আম্বেদকর শিশু নিকেতন বিদ্যালয়ে শিক্ষক- শিক্ষিকাগন। শিশু উৎসবে বিশালগড় বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত দেব শিশু শিক্ষার্থীদের সামনে উৎসবের তাৎপর্য তুলে ধরে বলেন,পড়াশোনা পাশাপাশি, সাংস্কৃতিক মনোভাব প্রয়োজন রহেছে বলে প্রসঙ্গ তুলে বিস্তারিত আলোচনা করেন বিশালগড় বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত দেব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য