বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৯শে নভেম্বর.….অবৈধ এক নেশা কারবারির রাঘববোয়াল পার্থ দে কে আটক করল পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে। শনিবার দুপুরে খোয়াইয়ের দুর্গানগর হীরক সংলগ্ন এলাকার বাসিন্দা সুজিত দাসের ভাড়াটিয়া পার্থ দে নামে নেশা কারবাড়ির কাছ থেকে প্রচুর পরিমাণনে অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং এস পি ট্যাবলেট সহ খোয়াই এর অবৈধ ড্রাগসের রাঘববোয়াল পার্থ দে কে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ । ঘটনার বিবরণে জানা যায় গত কিছুদিন আগে খোয়াই এর এই নেশা কারবারিকে আটক করে পুলিশ জেলে পাঠিয়েছিল। জেল থেকে ফিরে এসে পুনরায় আবার অবৈধ ড্রাগসের ব্যবসা জাকিয়ে বসেছেন সেই নেশা কারবারি পার্থ দে। খোয়াই সহরের বিভিন্ন যুবকদের কাছে অবৈধ নেশার সামগ্রী বিক্রি করে ২০১৮ সালের নির্বাচনের পর থেকে এই পার্থ দে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে উঠেছে । অন্যদিকে সমাজ ধ্বংস করে দিচ্ছেন পার্থ দে নামক এই ধরনের নেশা কারবারিরা। শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে পার্থ দের মতো নেশা কারবারীদেরকে সামাজিক ভাবে বয়কট করার আহ্বান উঠছে বিভিন্ন মহল থেকে।



