Wednesday, December 3, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদএিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি নির্দেশে সিপাহীজলা কিষাণ তরফে জেলাশাসকের নিকট স্মারক লিপি...

এিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি নির্দেশে সিপাহীজলা কিষাণ তরফে জেলাশাসকের নিকট স্মারক লিপি প্রদান

রাজ্য কথা প্রতিনিধি,বিশালগড়।শাহিনুর চৌধুরী। ২৯শে নভেম্বর। শনিবার দুপুর ১২ ঘটিকায়, এিপুরা প্রদেশ কংগ্রেসের কমিটির নির্দেশে সিপাহীজলা কিষাণ কংগ্রেসের তরফে এিপুরা প্রদেশ কংগ্রেসের অন্তর্ভুক্ত কিষাণ কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক রাজ্য শাখার পক্ষ থেকে দেশও রাজ্যের শ্রমজীবী জনগণের উপর নেমে আসা যে ভয়ন্কর আর্থিক,সামাজিক ও রাজনৈতিক আক্রমণ তা বন্ধেও এবং রাজ্যের ৯৯ শতাংশ মানুষের স্বার্থ রক্ষায় ৯ তফা দাবী সমূহ সিপাহীজলা জেলার শাসকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।আজকের দাবী সনদ প্রদানের উপস্থিত ছিলেন,বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, সোনামুড়া মহকুমা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী,এিপুরা প্রদেশ কংগ্রেস সদস্য এডভোকেট কেশরাম দের্বরমা,জেলা কংগ্রেস সভাপতি আবদুল আজিজ, এিপুরা কিষাণ কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষ চৌধুরী, বিশালগড় কংগ্রেস নেতা আরাফাত ইকবালসহ কংগ্রেসের নেতৃত্বগন।আজকে ৯ দফা দাবী সনদ প্রদানকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা বলেন,সম্প্রতি কেন্দ্রীয় সরকারের শ্রমজীবী,কৃষিজীবী,বেকার,সংবাদপত্র ও সাংবাদিকদের প্রচলিত অধিকার সমূহ যা দেশের ২৯টি শ্রম আইনে বলবৎ ছিল তস বাতিল করে ২১ নভেম্বর ২০২৫ থেকে যে চারটি কালা শ্রম কোড চালু করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করে পুরানো শ্রম আইনকে বলবৎ করতে হবে জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ আশা ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য