Thursday, November 27, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবক্সনগর বিধানসভা এলাকার কমলনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে সংবিধান দিবস উপলক্ষে বি এস...

বক্সনগর বিধানসভা এলাকার কমলনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে সংবিধান দিবস উপলক্ষে বি এস এফ এলাকাবাসী ও স্কুলের ছাএছাএীদের মধ্যে অনুষ্ঠিত হল আলোচনা সভা


গতকাল কমলনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাএছাএীদের কে নিনে ভারতের সংবিধান দিবস উপলক্ষে বি এস এফ এর ৮১ নম্বর বেটেলিয়ন এর ডেপুটি কমান্ডেন্ট শ্রী নিতু কুমার,শালবাগান,ইন্সপেক্টর কানান পি,কোম্পানি কমান্ডার, এবং কমলনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক ও এলাকার যুব নেতা তথা সমাজ সেবক মোঃ জুয়েল,তাদের উপস্থিতি তে স্কুলের ছাএদের কে দেশ প্রেমের দিকে কি ভাবে নেওয়া যায় নেশার করাল গ্রাস থেকে,এবং দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা করা এবং দেশ রক্ষায় আমাদের কিকি দায়িত্ব থাকা দরকার তা নিয়ে ছাএ ছাএিদের মধ্যে আলোচনা চলে দীর্ঘ ২/৩ ঘন্টা। এলাকার যুব সমাজ যাতে মাঠমূখি হয় এবং যদি কেউ কম্পিউটার শিক্ষা নিতে চায়,বা বডি ফিটনেস ঠিক করতে গিয়ে জিম করা ইত্যাদির সুযোগ রয়েছে ফুলকুমারি বি এস এফ কেম্পের মধ্যে এবং এলাকার গরিব অংশের ছেলেরা যদি কেউ মনে করে দেশের সেবায় ফৌজের চাকুরীতে ভর্তি হতে যে সমস্ত গুন থাকা দরকার তার ট্রেনিং ও বি এস এফ এর তরফ থেকে করানো হবে বিনামূল্যে। এলাকার মানুষ কে সব সময় যারা অতন্দ্র প্রহরির মত আমাদের দেশ রক্ষা করছে তাদেরকে সাহায্য করার ও আহ্বান জানান ডিসি।এলাকার সমাজ সেবক মোঃ জুয়েল এলাকার ৬/১০ জন ছেলে মেয়ের শিক্ষার দায়িত্ব গ্রহন করেন মাধ্যমিক পর্যন্ত। তার এই উদার মানসিকতা দেখে সবাইকে শিক্ষা নেওয়া দরকার এলাকার গরিব অংশের মানুষের পাশে দারাতে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য