Thursday, November 27, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদশুভ ভূমি পুজার মাধ্যমে বক্সনগর রুকিয়া ১২০ মেগাওয়াট থার্মাল প্রজেক্টের ভিত্তি প্রস্তর

শুভ ভূমি পুজার মাধ্যমে বক্সনগর রুকিয়া ১২০ মেগাওয়াট থার্মাল প্রজেক্টের ভিত্তি প্রস্তর

বক্সনগর প্রতিনিধি :- সিপাহী জলা জেলার, মধ্যে বক্সনগর রুকিয়াতে , ১২০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন থার্মাল প্রজেক্ট এর ভূমি পূজার শুভ উদ্বোধন করেন মন্ত্রী,রতন লাল নাথ, যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে । দুপুর দুইটা থেকে যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়। জাগ্গা অনুষ্ঠান শেষে নারকেল পাঠানো হয়।আজকের আয়োজিত অনুষ্ঠানের অতিথিদের উত্তরীয় এবং প্রস্তাবক দিয়ে তাদেরকে বরণ করে নেন এলাকার পঞ্চায়েত সমিতির নেতৃবৃন্দরা। স্বাগত ভাষণ প্রদান করেন ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বসু লিমিটেড ত্রিপুরা সরকার। তিনি বলেন উন্নতির দিশারী হবে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ উৎপাদনের সেরা স্থান দখল করবে। বস মাতার প্রতি ভক্তি আনুগত্য, তোকে স্মরণ করে কাজ শুরু করতে হয়, তিন থেকে সাড়ে তিন বছর লাগবে সব কাজ সম্পন্ন হতে। ১২০০ কোটি টাকার উপরে বরাদ্দ হয়েছে। তার পরক্ষণেই আমাদের বক্সনগর এলাকার বিধায়ক তোফাজ্জল হোসেনের ভাষণ প্রদান শুরু. এত বড় প্রজেক্ট পেয়ে বক্সনগর এলাকাবাসি খুশি এবং আগামী দিন বিদ্যুতের সমস্ত ঘাটতি,পূরণ হবে, বর্তমানে বিদ্যুৎ ছাড়া যেকোনো কাজেই অসম্ভব এবং উন্নয়নের ধারে কাছেও যাওয়া যাবেনা বিদ্যুতো একমাত্র জীবনের উন্নয়নের মূল চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী গুণকীর্তণ করেছেন বিধায়ক। মন্ত্রী মহোদয় রতন নাথের আশীর্বাদে তিনি বিধানসভায় পদার্পণ করেছেন বলে ন। বিদ্যুৎ মন্ত্রী এবং কৃষি মন্ত্রী উনার ভাষনে বলেন ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে কিন্তু সঠিক ব্যবহার করি না যার কারণে প্রায় সময় ঘাটতি দেখা দেয়। এ নিয়েও জানান ১৯৯০ থেকে ২০২৫ সাল পর্যন্ত রুকিয়া বিদ্যুৎ প্রজেক্টে 9 টা বিদ্যুৎ উৎপাদন টারবাইন সার্কেল ছিল কালক্রমে এক থেকে ছয় নাম্বার টারবাইন অচল হয়ে যায়। তারপর থেকেই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। ২০১৩ সাল পর্যন্ত ছিল এ অবস্থা তারপর তিনটা দিয়ে বিদ্যুৎ চালানো হচ্ছিল কিন্তু গ্যাসের উৎপাদন ব্যাহত হবার কারণে বিদ্যুৎ উৎপাদন অংশের হ্রাস পায়। তাই বর্তমান সরকার এখন অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যা উন্নত মানের মেশিন জাপান থেকে এনে ১২০ মেগাউট বিদ্যুৎ উৎপাদন প্রজেক্ট এর কাজ শুরু করবে অতি শীঘ্রই। তার জন্য আজকের ভুমি পূজা। ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ প্রজেক্ট হিসেবে রোকিয়ার প্রজেক্ট। উন্নয়নের পালক হিসেবে যুক্ত। আজকের এই শুভ ভূমি পূজা যজ্ঞা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি মন্ত্রী শ্রী রতন লাল নাথ,সিপাহীজলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বক্সনগর এলাকার বিধায়ক তোফাজ্জল হোসেন, ব্লক চেয়ারম্যান সপ্না নম দাস, ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, শ্রী অভিষেক সিং আইএএস সেক্রেটারি পাওয়ার জেনারেল ত্রিপুরা সরকার, এমডি বিশ্বজিৎ বসু টি এস ই সি এল ত্রিপুরা সরকার, উত্তম দাস সমাজসেবক দক্ষিণ অংশের সিপাহী জলা, অনিল দাস বক্সনগর সমাজসেবক। গ্রাম প্রধান মানিক্য নগর নন্দিতা দাস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য