Thursday, November 27, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদশিক্ষক সংকটে,শিক্ষার বেহাল দশা , ইস্কুলে মুল ফটকে শিক্ষার্থীরা ঝুলিয়ে দিল তালা

শিক্ষক সংকটে,শিক্ষার বেহাল দশা , ইস্কুলে মুল ফটকে শিক্ষার্থীরা ঝুলিয়ে দিল তালা

বিশালগড় প্রতিনিধি,শাহিনুর চৌধুরী। ২৫ নভেম্বর। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা জাতিকে কুসংস্কার থেকে মানুষকে মুক্ত করে।জীবনের আলোতে আলোকিত শিক্ষা। আর সেই পবিত্র শিক্ষালয়ে যদি শিক্ষার সঠিক গুনগত মান ও সঠিকভাবে শিক্ষাদানে শিক্ষক ও শিক্ষা পরিকাঠামো সঠিকভাবে বজায় না থাকে, তাহলে শিক্ষা অগ্রগতি সম্ভব নয়।শিক্ষার্থীদের শিক্ষা বিকাশে ব্যাহত হয়। শিক্ষা অগ্রগতি রূপায়ণের রাজ্যের শিক্ষা ব্যবস্হাকে অমূল পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্প আওতাধীন করা হয়েছে।কিন্তু তারপরে অধিকাংশ বিদ্যালয়ে যেমন শিক্ষার পরিবেশ ও পরিকাঠামোগত উন্নয়নে অনেক ঘাটতি রহেছে।আবার মঙ্গলবার, সিপাহীজলা জেলার অন্তগর্ত বিশ্রামগঞ্জ দ্বাদশ বিদ্যালয়ে শিক্ষার্থীরা শিক্ষকের সংকটে বিদ্যালয়ে মুল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে, দাবী আদায়ে শ্লোগানে, শিক্ষার্থীরা সাংবাদ মাধ্যামে মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন,বিশ্রামগঞ্জ দ্বাদশ উচ্চ বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি হওয়ার পর শিক্ষকের ঘাটতি রহেছে।বিজ্ঞানের বিভাগের শিক্ষার্থীরা আর বলেন, আমাদের কয়েকটি পর পরিক্ষা আমরা আজও আমাদের সিলেবাস শেষ করতে পারিনি, একমাত্র শিক্ষক সল্পতায় কারনে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য