বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৪শে নভেম্বর.….. রবিবার সন্ধ্যা সাতটায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বি আর সি হলে খোয়াইয়ের কর্মরত সাংবাদিকদের আনমূল সামাজিক সংস্থার উদ্যোগে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই এর বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা সমাজসেবী সমীর কুমার দাস এবং আনমূল সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা দেবজ্যোতি সরকার। উক্ত সভার অতিথিরা সাংবাদিকদের কর্মজীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি বিনয় দেববর্মা বিস্তারিতভাবে বলতে গিয়ে বলেন সংবাদমাধ্যমের কর্মীদের জন্য রাজ্যের বান্ধব সরকার বিভিন্নভাবে চিন্তা-ভাবনা করছেন। যাতে করে সাংবাদিকরা ভালোভাবে জীবন অতিবাহিত করতে পারে । শ্রী দেববর্মা তিনি আলোচনাতে আরো বলেন সংবাদ মাধ্যমের কর্মীরা তাদের অফিস থেকে কিছুই পায় না। তারপরও রাজ্যের সরকার সাংবাদিকদের জন্য চিন্তা ভাবনা করছেন। তাছাড়া আনমূল সামাজিক সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এইরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য । এখানে উল্লেখ করতে হয় এই আনমূল সামাজিকর সংস্থার সদস্যরা করুনা চলাকালীন সময়ে এই সংস্থার পক্ষ থেকে বিশেষ করে এই সংস্থার প্রতিষ্ঠাতা দেবজ্যোতি সরকার নিজের উদ্যোগে সেই করোনা কালীন সময়ে দুস্ত অসহায় মানুষদের প্রতিদিন এক বেলা করে লাগাতর খাওয়ানোর ব্যবস্থা করেছিল। এই বিষয়টা কিন্তু খোয়াইয়ের শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ আনমূল সামাজিক সংস্থার এই সমাজ সেবার কথা মনে রেখেছেন। যাই হোক রবিবারের অনুষ্ঠানটি আয়োজন করার জন্য উপস্থিত অতিথিরা এবং এই অনুষ্ঠানে উপস্থিত বলিষ্ঠ সাংবাদিকরা আনমূল সামাজিক সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় উল্লেখ করতে হয় গত দুই দিন আগে খোয়াই এর বিশিষ্ট সংস্কৃতি সেবক সৌর প্রতিমা শর্মা ঠিক একই রকম ভাবে এই বি আর সি হলে খোয়াই এর সমস্ত কর্মরত সাংবাদিকদেরকে ও সংবর্ধনা প্রদান করেন সেটাও প্রশংসনীয় ছিল। তাছাড়া শ্রী শর্মা এই সম্বর্ধনা অনুষ্ঠানে খোয়াই এর বিশিষ্ট কয়েকজন গুণী সংগীত শিল্পীকে এনে তাদের কন্ঠে মনমুগ্ধকর সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের মাধুর্য অনেকটাই বৃদ্ধি করেছিল। তার জন্য খোয়াইয়ের কর্মরত সাংবাদিকরা খোয়াই জেলার বিশিষ্ট সংস্কৃতি সেবক সৌরপ্রতিম শর্মাকে ধন্যবাদ জানান।



