—————–,
বিশালগড় প্রতিনিধি,শাহিনুর চৌধুরী। ১৯ নভেম্বর। বুধবার বিশালগড় ব্লক কংগ্রেসের উদ্যোগে ভারতের প্রাক্তন মন্ত্রী প্রয়াত শ্রমতি ইন্দিরা গান্ধীজির ১০৮ তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সদস্য নিগমানন্দ গোস্বামী,বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী, বিশালগড় কংগ্রেস যুবনেতা টিটু আহমেদ সহ অন্যান্য কংগ্রেসের নেতৃত্ববৃন্দগন।প্রদেশ কংগ্রেস সদস্য নিগমানন্দ গোস্বামী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরাগান্ধীজির আত্মজীবনী তুলে বলেন,প্রয়াত শ্রীমতি ইন্দিরা গান্ধীজি ভারতের প্রথম মহিলা প্রধান ছিলেন,১৯১৭ সালে ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে কংগ্রেস ওয়াকিং কমিটির সদস্য হিসাবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীজি সদস্য হিসাবে কেন্দ্রীয় নির্বাচনী কমিটিতে অন্তভূক্ত হন।১৯৫৬ সালে সর্বভারতীয় যুব কংগ্রেসের সভানেত্রীর হিসাবে নিযুক্ত হন।পরে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার কাজ করেন।১৯৬৬ জানুয়ারি থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতে প্রধান মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীজি।



