পাড়ার বৌদি পালিয়ে গেল পাড়ার এক বিবাহিত যুবকের সঙ্গে, আর সেই পাড়ার যুবকের স্ত্রী এবং বৌদির স্বামী মেলাঘর থানা হাজির। ঘটনার বিবরণে প্রকাশ, মেলাঘর থানা দিন তেল কাজলা বরডেপায়,বিল্লাল মিয়ার ছেলে খোরশেদ আলমের স্ত্রী আনোয়ারা বিবি গত পরশু দিন তার বাপের বিচ্ছিন্ন মনু গিয়ে তিন বছরের ছেলেকে রেখে, তেল কাজলার বরডেপার হানিফ মিয়াকে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর, হানিফ মিয়ার স্ত্রী ফাতেমা বিবি তার এক ছেলে ও এক মেয়ে নিয়ে মেলাঘর থানা উপস্থিত হন, অন্যদিকে পালিয়ে যাওয়া আনোয়ার বিবির স্বামী খুরশেদ আলম ও মেলাঘর থানা উপস্থিত হন। একান্ত এক সাক্ষাৎকারে পালিয়ে যাওয়া আনোয়ারা বিবির স্বামী, খোরশেদ আলম বলেন, আমার স্ত্রী পালিয়ে গিয়েছে, আমার কোন দুঃখ নেই, তবে আমার সন্তানকে আমি ফিরে পেতে চাই, অন্যদিকে যাকে নিয়ে পালিয়ে গেছে হানিফ মিয়ার স্ত্রী, তার স্বামী কে ফিরে পাওয়ার জন্য,এবং স্বামী ফিরে আসার জন্য আবেদন জানান, কারন বর্তমানে, তার সন্ধান দুটিকে নিয়ে কোথায় যাবে।



