Wednesday, November 19, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম...

খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্মদিন উপলক্ষে ইউনিটি মার্চ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৮ই নভেম্বর….মঙ্গলবার সকালে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে ও খোয়াই জেলা যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের সার্বিক সহযোগিতায় সরদার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত হল ইউনিটি মার্চের আয়োজন । মঙ্গলবার সকালে খোয়াই কোহিনূর কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এই ইউনিটি মার্চটি।এর পর সোনাতলা গ্রাম পঞ্চায়েত হয়ে চেবরি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। খোয়াই কোহিনূর কমপ্লেক্স চত্বরে সকাল ৭ ’টায় নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় । এরপর ভারতের লৌহমানব সর্দার বল্লভ ভাই পেটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উদ্ভোধক ও প্রধান অতিথি অর্পণা সিংহ রায়।সম্মানীয় অতিথি খোয়াই জিলা পরিষদের সহকারী সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস‚ বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব্বর্মা‚ খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্ম্মা‚ খোয়াই পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পিযুষ কান্তি চৌধুরী‚ অনুষ্ঠানের আহ্বায়ক তথা খোয়াই জেলা শাসক ও সমাহর্তা রজত পন্থ‚ এবং সহ- আহ্বায়ক খোয়াই জেলা যুুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অ্যাসিস্টেন্ট ডিরেক্টর কমলেন্দু শীল। এইদিন প্রভাতী অনুষ্ঠানে অতিথিদের হাত দিয়ে তিনজনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তারপর স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলা শাসক ও সমাহর্তা রজত পন্থ‚ এরপর পতাকা নাড়িয়ে সবুজ সংকেত দেখিয়ে অতিথিরা “একতার জন্যে পদযাত্রা”-র শুভারম্ভ করেন। এরপর পদযাত্রাটি সোনাতলা গ্রাম পঞ্চায়েতে গিয়ে পৌঁছালে‚ তখন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন খোয়াই কালচারাল সেলের শিল্পীরা‚ “এক পেড়্ মা’কে নাম” বৃক্ষরোপণ ও স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচীও করা হয়।এরপর পুনরায় পদযাত্রা আরম্ভ হয়ে চেবরী দ্বাদশ শ্রেণি বিদ্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়‚ সেখানে অতিথিরা স্টল পরিদর্শন করেন এবং সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন সহ- আহ্বায়ক কমলেন্দু শীল‚ পরপর বক্তব্য রাখেন সম্মানিত অতিথি বিনয় দেব্বর্মা‚ সত্যেন্দ্র চন্দ্র দাস। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ “এক পেড়্ মা’কে নাম” বৃক্ষরোপণ কর্মসূচী করা হয়। সবশেষে খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবনি নিয়ে বক্তব্য রাখার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য