Wednesday, November 19, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসিপাহীজলা জেলা জেলা পুলিশ সুপারের নেতৃত্বে সর্ববৃহৎ গাঁজা বাগান ধ্বংস

সিপাহীজলা জেলা জেলা পুলিশ সুপারের নেতৃত্বে সর্ববৃহৎ গাঁজা বাগান ধ্বংস

মঙ্গলবার সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মার নেতৃত্বে সর্বকালের সর্ববৃহৎ গাজাবাগান ধ্বংস অভিযানে একদিনে পাঁচটি থানা এলাকার পাঁচটি থানার পুলিশ সহ মোট ৫০০ জন বিভিন্ন বাহিনীর জওয়ানদের নিয়ে ১২ লক্ষের অধিক গাঁজা গাছ ধ্বংস করে ইতিহাস সৃষ্টি করলেন। তবে পুলিশের পক্ষ থেকে দাবি এত বড় অভিযান এর আগে কখনো হয়নি এই সিপাহীজলা জেলায়। জেলা পুলিশ সুপার এর নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এই অভিযান। জানা গেছে মঙ্গলবার সকাল থেকে সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মার নেতৃত্বে বিশালগড় থানা, বিশ্রামগঞ্জ থানা, কলমচৌড়া থানা, সোনামুড়া থানা এবং মেলাঘর থানার ওসি সহ থানার অন্যান্য পুলিশ ও অতিরিক্ত টি এস আর, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের মিলিয়ে মোট ৫০০ জনের মত ফোর্স নিয়ে একযুগে পাঁচটি থানা এলাকায় গাঁজা গাছ ধ্বংস বিরোধী অভিযান শুরু হয়। যদিও গাঁজা চাষিরা এত বড় অভিযান এর আগে কখনো দেখতে পায়নি। এক্ষেত্রে বলা চলে যদিও এই বছর জেলা পুলিশ এবং রাজ্য পুলিশ প্রশাসন গাঁজা গাছ ধ্বংস করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আর তার ঐ অঙ্গ হিসাবে মঙ্গলবার সাত সকালে গাঁজা চাষীরা এই বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী তাদের গাজা বাগানে দেখতে পেল। যদিও এই বছর পুলিশের লক্ষ্য সিপাহীজলা জেলাকে গাঁজা গাছ মুক্ত এলাকা গড়ে তুলবে। মঙ্গলবার সকাল সকাল এই বিশাল বাহিনী দেখে গাজা চাষিরা ছাড়াও এলাকার মানুষ চমকে ওঠে। দূর থেকে সবাই এদিন প্রত্যক্ষ করে এই বিশাল বাহিনী গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে উচু টিলা বমির দিকে অর্থাৎ গাঁজা বাগানের দিকে এগিয়ে যাচ্ছে। অভিযান শেষে মঙ্গলবার আড়াইটা নাগাদ সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনের এই গাঁজা বিরোধী অভিযান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য