Wednesday, November 19, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদসাংসদ কৃতিদেবী সিং দেববর্মণ এর হাত দিয়ে সংসদ উন্নয়ন তহবিল থেকে পানীয়...

সাংসদ কৃতিদেবী সিং দেববর্মণ এর হাত দিয়ে সংসদ উন্নয়ন তহবিল থেকে পানীয় জলের ট্যাঙ্কার গাড়ি বিতরন করেন।

খোয়াই জেলাতে খড়া মরশুমে তুলাশিখর ও মুঙ্গিয়াকামি ব্লকের প্রত্যন্ত এলাকা গুলিতে তীব্র পানির জলের সংকট দেখা দেয়। এবং জলের উৎস গুলি শুকিয়ে যাওয়ার ফলে জলের সংকটে দেখা দেয় ওই সব প্রত্যন্ত এলাকাতে। বিগত দিনে তুলাশিখর ব্লক ও মুঙ্গিয়াকামি ব্লক কর্তৃক একটি জরুরি ব্যবস্থার মাধ্যমে ঐসব এলাকার বাসিন্দাদের চাহিদা মেটানো হয় ছোট গাড়ির মাধ্যমে জল সরবরাহ করে।এই কঠিন পরিস্থিতিতে মানুষের কষ্ট লাঘব করার জন্য সাংসদ কীর্তি দেবী সিং দেববর্মনের সাংসদ উন্নয়ন তহবিল থেকে দুইটি পানীয় জলের ট্যাংকার ক্রয় করা হয়। শেষে সোমবার দুপুরে খোয়াই জেলাশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংসদ তহবিল থেকেই এই দুইটি নতুন জলের ট্যাংকার গাড়ি এলাকার মানুষের সেবায় উৎসর্গ করা হয়। এবং এই ট্যাংকার গুলি জল প্রকল্প থেকে সরাসরি বিভিন্ন পাড়ায় পাড়ায় জল পৌঁছে দেবে। শেষে এইদিন সাংসদ কীর্তি দেবী সিং দেববর্মন সবুজ পতাকা নাড়িয়ে এই দুইটি জলের ট্যাঙ্কার গাড়ি তুলাশিকর ব্লক ও মুঙ্গিয়াকামী ব্লকের হাতে তুলে দেন। এই অনুষ্ঠানে উনার সাথে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক রজত পন্থ সহ অন্যান্য আধিকারিকরা ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য