বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৭ই নভেম্বর……দীর্ঘ ছয় বছর মামলা চলার পর গত ১৫ ই নভেম্বর শনিবার খোয়াই এর পকসো আদালতের বিচারপতি এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পকসো ধারায় এক যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন যা পক্সো আইনে এক বিরল ঘটনা। এই ঘটনার বিবরণ দিয়ে সরকার পক্ষের আইনজীবী অজিত সরকার জানান খোয়াই রামচন্দ্র ঘাট এলাকার ইন্দিরা কলোনির বাসিন্দা ২৬ বছরের যুবক সমীরণ কুড়ি নিজ গ্রামেরই এক নাবালিকা মেয়ের সাথে প্রেম করার অজুহাতে তার মতের বিরুদ্ধে গিয়ে গত ১৫ এবং ১৯শে জুলাই ২০১৯ সালে মেয়েটিকে দুই দুইবার ধর্ষণ করে। সেই অভিযোগের ভিত্তিতে নাবালিকা মেয়ের পিতা খোয়াই চেবরি বাতাপুড়া এলাকার বাসিন্দা হারাধন সরকার অভিযুক্ত সমীরণ কুড়ীর বিরুদ্ধে খোয়াই থানায় ১৫ই জুলাই ২০১৯ শে একটি মামলা করে যার কেইস নং ছিল ৭৪/ ২০১৯। এই মামলার ধারা গুলি ছিল 366(A) 367/ 6 অফ পক্সো এক্টে। এই মামলা হাতে পেয়ে তৎকালীন সময়ের খোয়াই থানার তদন্তকারী অফিসার কমলা মুড়া সিং তদন্ত নেমে পড়েন এবং আসামি সমীরণ কুড়ি কে গ্রেফতার করে আদালতে তুলেন। আদালতে তোলার পর শেষে আদালতে মামলা চলতে থাকে। এরপর তদন্তকারী অফিসার কমলা মুড়া সিং ৩১শে জানুয়ারি ২০২০ সালে আদালতে ওনার চার্জশিট পেশ করেন । এইভাবে দীর্ঘ ছয় বছর অতিক্রান্তের পর একের পর এক সাক্ষ্য গ্রহণ চলতে থাকে তাতে ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল আদালতে। সেই সাক্ষীদের সাক্ষ্য দানের উপর নির্ভর করে স্পেশাল পক্সো আদালতের বিচারপতি ভেদ প্রতিম দেববর্মা নিশ্চিত হন অভিযুক্ত সমীরণ কুরি দোষী। শেষে গত ১৫ই নভেম্বর শনিবার ২০২৫ ইং তারিখে বিচারপতি সমিরন কুড়ি কে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে জেল হাজতে পাঠিয়ে দেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরো ৫ মাসের জেলের নির্দেশ দেন বলে জানেন সরকারের পক্ষের আইনজীবী অজিত সরকার।



