Thursday, November 13, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদঅবৈধ গাঁজা গাছ গজিয়ে ওঠা বাগান ধ্বংস

অবৈধ গাঁজা গাছ গজিয়ে ওঠা বাগান ধ্বংস

রাজ্যে এমনীতে নেশায় ভয়ানক পরিস্থিতি বিরাজমান। নেশায় কারবারিরা বহিঃরাজ্য থেকে বিভিন্ন পথ অবলম্বন করে রাজ্যের মধ্যে আমদানি করছে বিভিন্ন রকমের বিষাক্ত নেশার দ্রব্য।বিষাক্ত নেশায় সেবনে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।আবার রাজ্যের চলছে অবাধে গাঁজা চাষ। যদি রাজ্যের পুলিশ প্রশাসন নামমাত্র নেশায় বিরুদ্ধে অভিযান চালায়।আবার বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকায় থেকে ১১ টা ঘটিকায় পর্যন্ত, সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা বিভিন্ন জায়গা,বংশীবাড়ি,এডিসির ভিলেজের অধীনে বেলবাড়ির বার কোচিতে বিশালগড় থানা ভারপ্রাপ্ত বিজয় দাসে নেতৃত্ব টি এস আর, সি আর পি এফ যৌথ অভিযানে আনুমানিক ৫০ প্লোটে ১ লক্ষ অবৈধ নেশা গাঁজা গাছ ধ্বংস করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য