ঘটনার বিবরণ প্রকাশ তেল কাজলা ঝুলন্ত ব্রিজ এর পূর্ব দিকে প্রায় ১০০ মিটার দূরে গোমতী নদীর চরের এক্কেবারে গোমতী নদীর কিনারায় এক যুবক বালুচরের মধ্যে শুয়ে রয়েছে।প্রথমে কয়েকজন কৃষক বিকাল ৪ঃ০০ টার সময় দেখার পর , রাত্র আটটা পর্যন্ত একই স্থানে পড়ে রয়েছে যুবকটি। ঘটনার রহস্যজনক মনে করে স্থানীয় লোকজন মেলাঘর ফায়ার সার্ভিসকে ফোন করলে মেলাঘর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে দেখে ওই যুবক বালুর মধ্যে শুয়ে রয়েছি। এরপর তাকে ঘুম থেকে তোলে তার নাম জিজ্ঞাসা করা হলে, সে বলে তার বাড়ি মেলাঘর থানাধীন দশরথ বাড়ির বৈরাগীমুড়া এলাকা। এরপর তাকে গোমতী নদী চোর থেকে তুলে এনে, জানাযা সে অত্যন্ত নেশাগ্রস্থ অবস্থায় ছিল। তার স্বীকারোক্তিতে আর কিছু জানা যায়, তার সঙ্গে আরো দুজন ছিল তারা নাকি তাকে পালিয়ে চলে যায়। তবে এলাকার মানুষ ভেবেছিল, ও যুবক যখন ঘুমন্ত অবস্থায় ছিল তারা মৃত ভেবে মেলাঘর ফায়ার সার্ভিস টিম কে ফোন করেছিল। আর এই ঘটনা কে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকা মানুষের বিরাট ভীর দেখতে লক্ষ্য করা যায়। সকলে কৌতহল ঘটনা কি, জানতে গিয়ে, এলাকার বিরাট লোকের সম্মুখীন হয়। সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে হাসির মাত্রা তৈরি হয়। তার মানে পুরো বিষয়টা ছিল, হাসির মাত্রা।



